Uk Bangla Live News

ডেঙ্গুরোধে অভিযানে নেমেছে সিসিক; লাখ টাকা জরিমানা

ডেস্ক সংবাদ

ডেঙ্গু রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন।

বুধবার (২ অক্টোবর) দুপুরে ২৬ নম্বর ওয়ার্ডের ভার্থখলা ও কদমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা। অভিযানকালে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিলেটের কীটতত্ত¡বিদ মো. নজরুল ইসলাম, সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অসহযোগিতার জন্য একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি স্যানিটারি দোকান ও একটি টায়ারের দোকানে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়ের পাশাপাশি দোকানগুলোর মালিককে সতর্ক করা হয়। এছাড়া তাৎক্ষণিক এসব লার্ভা ধ্বংস করা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, যতদিন পর্যন্ত এডিশ মশার লার্ভা পাওয়া যাবে, ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এডিসের লার্ভা ধ্বংসে বাসা-বাড়িতে অভিযান চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা ডেঙ্গু রোধে সতর্ক অবস্থায় আছি। নিয়মিত অভিযান চালাচ্ছি। মানুষকে সচেতন করতে মাইকিংয়ের পাশাপাশি লিফলেটও বিতরণ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে অবশ্যই বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে সে ব্যাপারে নগরবাসীকে সতর্ক থাকতে হবে।

Print
Email

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ মো. আব্দুল করিমের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ
শুক্রবার সিলেটে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
৭০ লক্ষ টাকার পণ্য জব্দ
সিলেটে ঝটিকা মিছিলকারী ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক
উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সভাপতি ও সদস্য সংবর্ধিত
স্বদেশবাণী যুব সংঘের আংশিক কমিটি গঠন
বইমেলার নামে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগ
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল গ্রেফতার
বিশ্বনাথে স্কুল শিক্ষক মাওলানা মহসিনের ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত
দূর্নীতি প্রতিরোধে কষ্ট সহ্য করার মন মানসিকতা লালন করতে হবে: অধ্যাপক জিল্লুর রহমান