Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

ডেস্ক সংবাদ

ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাতে ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারের পরিচালনায় প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার,সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল আহমদ, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী কমিটির সদস্য শহীদুর রহমান জুয়েল, মো: আব্দুল হাছিব প্রমুখ।

সভায় সিনিয়র সহ-সভাপতির শূন্য পদে বর্তমান সহ-সভাপতি আব্দুল মুহিত দিদারকে সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।সহ-সভাপতির শূন্যপদে বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশুকে সহ-সভাপতি নির্বাচিত এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ক্লাব সদস্য লোকমান আহমদকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সিলেট ব্যুরো প্রধান মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ স্মরণে একটি স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ লক্ষ্যে জহিরুল ইসলাম মিশুকে আহবায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, আব্দুল মুহিত দিদার, তাওহীদুল ইসলাম, মবরুর আহমদ সাজু, কামরুল আলম, লোকমান আহমদ। এছাড়া অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার সিদ্ধান্ত নেয়া হয়।বার্ষিক পিকনিকের ব্যাপারেও আলোচনা করা হয়। এ লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পিকনিক উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, আহবায়ক মোঃ কামাল আহমদ ,সদস্য জহিরুল ইসলাম মিশু, মাসুদ আহমদ রনি, মবরুর আহমদ সাজু, মো: আব্দুল হাছিব, তারেক আহমদ খান, মো: আলমগীর আলম।সভায় আরো বিভিন্ন কর্মসূচী ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Print
Email

সম্পর্কিত খবর

সিলেট-ঢাকা রুটে টিকেটের মূল্য বৃদ্ধি: যাত্রীদের জন্য চরম বিপত্তি
নিজ এলাকায় পুনরায় দাফন হবে হারিছ চৌধুরীর লাশ
শাবিপ্রবিতে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে: সিলেটে আইজিপি
সিলেটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবে হারিছ চৌধুরীর লাশ
সিলেট গ্যাস ক্ষেত্রে বেতন-ভাতার বৈষম্য খুঁজে পেয়েছে দুদক
বিয়ানীবাজারে আ.লীগ নেতা আশরাফুল গ্রেপ্তার
সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৩
শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
জাফলংয়ের পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন