Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

তাসকিন ইস্যুতে তোলপাড়, কী ঘটেছিল ভারত ম্যাচের আগে?

ডেস্ক সংবাদ

নতুন আলোচনায় তাসকিন আহমেদ! বিশ্বকাপের আগে দলে স্থান পাওয়ার বিষয়ে যে শঙ্কা ছিল, চোট থেকে ফিরেই বল হাতে সেই শঙ্কা কাটিয়ে দেন তাসকিন। তবে, বিশ্বকাপের পর তার পারফরম্যান্সের চেয়ে এবার আলোচনা হচ্ছে মাঠের বাইরের একটি ঘটনাকে কেন্দ্র করে।

গত সোমবার (১ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনে তাসকিনের বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচের আগে টিম বাস মিস করে ফেলেন তাসকিন। যার ফলে, তাকে ওই ম্যাচে খেলানোর সুযোগ পায়নি টিম ম্যানেজমেন্ট।

এই অভিযোগের পর ক্রিকেটপাড়ায় তোলপাড় সৃষ্টি হয়। পরে, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিসিবি কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং জানান, তাসকিন তার সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২২ জুন অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের সুপার এইটে ভারত ম্যাচের দিন সকালে তাসকিনকে টিম বাসে না পেয়ে অবাক হন টিম ম্যানেজার ও লজিস্টিক ম্যানেজার। এরপর তাকে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। শেষে, তাকে খুঁজে না পাওয়ায় টিম বাস চলে যায় এবং একজন স্টাফকে তার সাথে মাঠে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তাসকিন ওই ম্যাচে খেলেননি।

বিসিবির ওই কর্মকর্তা ক্রিকবাজকে জানান, “এটা সত্যি যে, টিম বাস মিস করার পরও তাসকিন পরে দলের সাথে যোগ দেয়। তবে, কেন সে খেলেনি, সে সম্পর্কে কোচই বিস্তারিত বলতে পারবেন।”

এই ঘটনায় বিসিবির শীর্ষ কর্তারা ক্ষুব্ধ বলে গুঞ্জন রয়েছে এবং আজ (২ জুলাই) তারা এই বিষয়ে আলোচনা করার জন্য একটি সভা ডেকেছেন। ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষা করছেন, বিসিবি সভাপতি এই বিষয়ে কী সিদ্ধান্ত নেন।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

image-172260-1736915325
টিউলিপ সিদ্দিকের স্থলে দায়িত্ব পেলেন এমা রেনল্ডস
টিউলিপ সিদ্দিকের স্থলে দায়িত্ব পেলেন এমা রেনল্ডস
youn-suk
দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম গ্রেপ্তারকৃত প্রেসিডেন্ট
দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম গ্রেপ্তারকৃত প্রেসিডেন্ট
টাওয়ার হ্যামলেটস
যুক্তরাজ্যের সেরা শহর নির্বাচিত টাওয়ার হ্যামলেটস
যুক্তরাজ্যের সেরা শহর নির্বাচিত টাওয়ার হ্যামলেটস
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাস
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাস
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাস
তনির জীবনসঙ্গীর চিরবিদায়
তনির জীবনসঙ্গীর চিরবিদায়
তনির জীবনসঙ্গীর চিরবিদায়
জাপানে ভয়াবহ ভূমিকম্প: সুনামি সতর্কতা, বিপর্যয় এড়াতে প্রস্তুতি
জাপানে ভয়াবহ ভূমিকম্প: সুনামি সতর্কতা, বিপর্যয় এড়াতে প্রস্তুতি
জাপানে ভয়াবহ ভূমিকম্প: সুনামি সতর্কতা, বিপর্যয় এড়াতে প্রস্তুতি

সম্পর্কিত খবর