“দিনে স্যুট, রাতে সাউন্ড”—এই স্লোগানেই বদলে যেতে পারে লন্ডনের চেহারা।
করোনা পরবর্তী সময়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির ফলে লন্ডনের আর্থিক এলাকাগুলোর অনেক অফিস এখন প্রায় খালি পড়ে রয়েছে। এই ফাঁকা ভবনগুলোকেই নাইটক্লাবে রূপান্তরের প্রস্তাব এসেছে একটি নতুন রিপোর্টে।
সৃজনশীল পরিকল্পনা সংস্থা Bompas and Parr তাদের প্রতিবেদনে বলেছে—লন্ডনের পরিত্যক্ত অফিস ভবনগুলোকে রাতের বেলা রূপান্তর করা যেতে পারে আকর্ষণীয় বিনোদন কেন্দ্রে। যেমন: লবিতে থাকবে ডিজে বুথ, ছাদে হবে আলো ঝলমলে পারফরম্যান্স শো, আর করিডোরে তৈরি হবে ডান্সফ্লোর।
শব্দদূষণের ঝুঁকি কম
Night Time Industries Association জানিয়েছে, শহরের এসব অফিস জোনে আবাসিক বাসিন্দার সংখ্যা কম হওয়ায় শব্দদূষণ সংক্রান্ত অভিযোগের আশঙ্কাও তুলনামূলকভাবে কম।
নাইটলাইফ ফিরে পেতে নতুন ভাবনা
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৩ সাল থেকে যুক্তরাজ্যে নাইটক্লাবের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এই খাতকে পুনরুজ্জীবিত করতে উদ্যোক্তারা নতুন নতুন ধারণা নিয়ে এগিয়ে আসছেন। অফিস ভবনকে নাইটক্লাবে রূপান্তরের এই উদ্যোগ সেই চিন্তারই অংশ।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগ শহরের রাতের অর্থনীতিতে নতুন গতি আনতে পারে এবং বন্ধ হয়ে যাওয়া নাইটলাইফ সংস্কৃতিকে নতুন করে জাগিয়ে তুলতে পারে।