Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হামজার জন্য বিশেষ কিছু ব্যবস্থা রাখছে বাফুফে

ডেস্ক সংবাদ

ফিফা উইন্ডোর আগেই কিভাবে হামজা চৌধুরীকে বাংলাদেশের ট্রেনিং ক্যাম্পে আনা যায় তা নিয়ে কাজ করছেন তাবিথ আউয়াল। এ জন্য লন্ডনে হামজা এবং তার পরিবারের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন বাফুফে সভাপতি। বাংলাদেশে এলে তার জন্য বিশেষ ডাক্তার এবং ফিজিও সুবিধা নিশ্চিত করতেও কাজ করছে ফেডারেশন। এদিকে, হামজা আসার খবরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্পন্সর হতে বিদেশি কয়েকটি বড় প্রতিষ্ঠান ব্যপক আগ্রহ দেখিয়েছে।
আর দশটা সাধারণ ফুটবলারের চাইতে হামজার গুরুত্ব আলাদা। তা অনুধাবন করতে পেরেই তার সঙ্গে আগাম সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি। বাংলাদেশে আসার আগে লেস্টার সিটি মিডফিল্ডারের চাহিদা প্রাধান্য পাচ্ছে ফেডারেশনের কাছে। সে মোতাবেক সাজানো হচ্ছে পরিকল্পনা।
বাংলাদেশের ক্যাম্পে যোগ দেয়ার পর হামজার জন্য বিশেষ কিছু ব্যবস্থা রাখছে বাফুফে। কোচিং স্টাফের পাশাপাশি আলাদা ডাক্তার এবং ফিজিও নিয়ে হচ্ছে আলোচনা।
বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘অবশ্যই হামজার সঙ্গে আমাদের একটা শর্ত থাকবে। আর হামজাও আমাদের তার জন্য কিছু পদক্ষেপ নিতে বলবে। সেই যেই শর্ত দেক, আমরা তা করতে প্রস্তুত আছি। ফিজিও, ডাক্তার থেকে শুরু করে যা যা প্রয়োজন আমরা তা সব দিতে প্রস্তুত।’
ফিফা উইন্ডোতে ম্যাচের ৭২ ঘন্টা আগে ফুটবলার ছাড়ার নজির নেই ইংলিশ ক্লাবগুলোর। তবে হামজা চাইলে নমনীয় হতে পারে লেস্টার সিটি। লন্ডনে সে চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তাবিথ।
আমিরুল ইসলাম বলেন, ‘(হামজার) ক্লিয়ারেন্সের জন্য আমাদের সভাপতি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই ইতিমধ্যেই লন্ডনেও গিয়েছেন। লন্ডনে গিয়ে হামজা ও তার পরিবারের সঙ্গে কথা বলেছে। আর বাংলাদেশে তাকে যে প্রকার সুযোগ-সুবিধা দেয়া হবে সেটার জন্যও আমাদের সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
এদিকে হামজার আসার খবরে ব্র্যান্ড ভ্যালু বেড়েছে বাংলাদেশের ফুটবলের। যে দলটার এতদিন ছিলো না কোনো স্পন্সর। তাদের পেছনেই ছুটছে দেশি-বিদেশি বড় প্রতিষ্ঠান। আসছে মার্চ উইন্ডোতে জার্সিতে লাগতে পারে ইউনিক কোনো প্রতিষ্ঠানের লোগো।
বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘হামজা বাংলাদেশের ফুটবলে দলের জার্সিতে প্রতিনিধিত্ব করবে এটাই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এদিকে দেশ ও বিদেশের অনেক স্পন্সর আমাদের দেশে আসার জন্য যোগাযোগ করেছে। ভারত থেকেও স্পন্সর আগ্রহ দেখিয়েছে।’
এদিকে হামজা চোধুরীর বাংলাদেশে আসার খবরে যে জোয়ার সৃষ্টি হয়েছে, তারণ্যের উৎসবের মাধ্যমে তা তৃণমুলে ছড়িয়ে দিতে নানা পরিকল্পনাও হাতে নিয়েছে ফেডারেশন।

 

Print
Email

সর্বশেষ সংবাদ

Britain-bf864e674f1f8a2cd5bc104da74d797c
যুক্তরাজ্যে পাল্টে যাচ্ছে বাংলাদেশিদের ভিসা: আসছে ই-ভিসা পদ্ধতি
যুক্তরাজ্যে পাল্টে যাচ্ছে বাংলাদেশিদের ভিসা: আসছে ই-ভিসা পদ্ধতি
Screenshot_28
যুক্তরাজ্যে বিমান সংস্থা ও বিমানবন্দর কর্মীদের জন্য প্রতিবন্ধী প্রশিক্ষণের আহ্বান
যুক্তরাজ্যে বিমান সংস্থা ও বিমানবন্দর কর্মীদের জন্য প্রতিবন্ধী প্রশিক্ষণের আহ্বান
Screenshot_27
ব্রিটিশ শিশুদের দিয়ে হামলার ষড়যন্ত্র: রাশিয়া-ইরানের গোপন নেটওয়ার্ক
ব্রিটিশ শিশুদের দিয়ে হামলার ষড়যন্ত্র: রাশিয়া-ইরানের গোপন নেটওয়ার্ক
Screenshot_26
দক্ষিণ-পূর্ব লন্ডনে পানির পাইপ ফেটে ভয়াবহ জলাবদ্ধতা, হাজারো মানুষ পানিবিহীন
দক্ষিণ-পূর্ব লন্ডনে পানির পাইপ ফেটে ভয়াবহ জলাবদ্ধতা, হাজারো মানুষ পানিবিহীন
Screenshot_25
খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধিতে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি বেড়ে ৩.৬%
খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধিতে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি বেড়ে ৩.৬%
Screenshot_24
আফগান পুনর্বাসন প্রকল্প ফাঁস: ব্রিটেনে অস্থিরতার শঙ্কা
আফগান পুনর্বাসন প্রকল্প ফাঁস: ব্রিটেনে অস্থিরতার শঙ্কা

সম্পর্কিত খবর