নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার পক্ষ থেকে বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র আবু আহমদ সিদ্দিকী এনডিসির নিকট স্বারকলিপি প্রদান করেছে নিসচা সিলেট মহানগর শাখা।
রোববার (০৬ অক্টোবর) সিলেট সিটি কর্পোরেশনের হলরুমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল।