Uk Bangla Live News

শিরোনাম:

সিলেটে ভারী বৃষ্টি হওয়ার শঙ্কা

সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি হওয়ার শঙ্কা। অন্যান্য বিভাগেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
সোমবার (০৭ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার সকাল থেকে বুধবার (০৯ অক্টোবর) সকাল পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু সারা দেশ হতে বিদায় নিতে পারে।

Print
Email

সম্পর্কিত খবর

বীর মুক্তিযোদ্ধা মতিয়া চৌধুরী আর নেই
বর্ষার বিদায়, শীতের আগমনী বার্তায় বইছে হিমেল হাওয়া
সিলেটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
আজ এইচএসসির ফলাফল প্রকাশ
সিলেট এসে পৌছেছেন বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান মিজান
যৌথবাহিনীর অভিযানে জাফলংএ ৭শ নৌকাসহ বালু পাথর জব্দ
ওসমানীনগরে প্রেসক্লাব নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন
মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি
সিলেটে শফিকুর রহমান: কাজের মাধ্যমে দেশবাসীর ভালোবাসা অর্জন করতে চাই
শহীদদের রক্তের শপথ নিয়ে ফ্যাসিবাদের দোসরদের রুখে দাঁড়াতে হবে