উচ্চ মূল্যস্ফীতির চাপে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম। এতে অসহায় হয়ে পড়েছেন ভোক্তারা। নিত্যপণ্যের দাম নাগালের ভিতরে রাখতে এবং ভোক্তাদের কথা চিন্তা করে সারা বাংলাদেশের ন্যায় সিলেটেও বাজার মনিটরিং এ নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট।
শনিবার (৫ অক্টোবর) মহানগরীর আম্বরাখানা ও কালিঘাট এলাকায় ৬টি প্রতিষ্ঠানে ৭৩ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন নিত্যপণ্য অতিরিক্ত দামে বিক্রি করা ও মূল্যতালিকা প্রদর্শনের দায়ে মোট ৬টি প্রতিষ্ঠানে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নগরীর আম্বরখানা এলাকায় পোল্ট্রি ফার্ম, ডিমের আড়ৎ ও মাংসের দোকানে ৩টি প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা এবং কালিঘাটে ৩টি প্রতিষ্ঠানে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও মোহাম্মদ আরিফ মিয়া।