Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

‘মাথাব্যথা সহ্য করতে না পেরে মেয়ের প্রাণ কেড়ে নিলেন বাবা

ডেস্ক সংবাদ

সিলেটে দেড় মাসের কন্যাশিশুকে জবাই করে খুন ও বাবাকে অর্ধেক গলাকাটা অবস্থায় উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর দাবি- মাথাব্যথা সহ্য করতে না পেরে বাবা আতিকুর রহমান মেয়ে ইনায়া রহমানকে জবাই করে নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে।

শিশুর মা ও হাসপাতালে চিকিৎসাধীন বাবার জবানবন্দিতে হত্যাকান্ডের এমন কারণ উঠে এসেছে বলে জানিয়েছেন এসএমপি’র মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিহত শিশু ইনায়া রহমান সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আতিকুর রহমানের মেয়ে। আতিকুর রহমান স্ত্রী ঝুমা বেগম ও মেয়েকে নিয়ে সিলেট মহানগরীর ইসলামপুরে কোরেশি ভিলার পেছনে একটি বাসায় ভাড়া থাকতেন। পেশায় তিনি সিএনজি অটোরিকশাচালক। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাবা-মায়ের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, বাসার বাথরুমে নিয়ে শিশু ইনায়াকে গলাকেটে খুন করে তার বাবা আতিকুর রহমান। জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান জানিয়েছেন, প্রচণ্ড মাথাব্যথার কারণে তার মাথায় কাজ করছিল না। মাথায় কি হয়েছিল তিনি বুঝতে পারেননি। মাথাব্যথা সহ্য করতে না পেরে তিনি শিশুকন্যাকে জবাই করে খুন করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

নিহত শিশুর মা ঝুমা বেগম জানান, দুপুরের খাওয়া শেষে ঘুম থেকে উঠতে দেখেন, তার স্বামী শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর তার নিজের গলা কাটছে। তিনি চিৎকার দিলে আশপাশের মানুষজন এসে হতাহতদের উদ্ধার করে।

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে খাবার খেয়ে স্ত্রী ও দুইমাসের শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন আতিকুর রহমান। বিকেল ৫টার দিকে শোরচিৎকার শুনে আশপাশের লোকজন এসে ঘরের ভেতর শিশু ইনায়ার গলাকাটা লাশ ও রক্তাক্ত অবস্থায় আতিকুর রহমানকে দেখতে পান। পরে আতিকুর রহমানকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে তার গলায় অস্ত্রোপচার হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হত্যাকান্ডে ব্যবহৃত বটি দা উদ্ধার করা হয়েছে। আহত আতিকুর রহমান এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_14
উবার ইটস, ডেলিভারু ও জাস্ট ইটের অবৈধ কর্মী ঠেকাতে কড়া নিরাপত্তা
উবার ইটস, ডেলিভারু ও জাস্ট ইটের অবৈধ কর্মী ঠেকাতে কড়া নিরাপত্তা
Screenshot_13
অনেকেই ড্রাইভিং পরীক্ষায় হাজির হচ্ছেন না, বাতিল হচ্ছে শত শত টেস্ট
অনেকেই ড্রাইভিং পরীক্ষায় হাজির হচ্ছেন না, বাতিল হচ্ছে শত শত টেস্ট
Screenshot_12
নিরাপত্তার কারণে M11 মহাসড়কে দীর্ঘ যানজট
নিরাপত্তার কারণে M11 মহাসড়কে দীর্ঘ যানজট
Screenshot_8
অনলাইনেই বিক্রি হচ্ছে ছুটির জন্য ভুয়া অসুস্থতার সার্টিফিকেট
অনলাইনেই বিক্রি হচ্ছে ছুটির জন্য ভুয়া অসুস্থতার সার্টিফিকেট
Screenshot_9
বগনর রেজিস আবারও যুক্তরাজ্যের ‘সবচেয়ে খারাপ’ সমুদ্রতীরের তালিকায়
বগনর রেজিস আবারও যুক্তরাজ্যের ‘সবচেয়ে খারাপ’ সমুদ্রতীরের তালিকায়
sylhet-news-25-2402270617
যুক্তরাজ্যে পিতামাতার ছুটি ও বেতন পর্যালোচনার উদ্যোগ
যুক্তরাজ্যে পিতামাতার ছুটি ও বেতন পর্যালোচনার উদ্যোগ

সম্পর্কিত খবর