Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ

ডেস্ক সংবাদ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। ১৯৪০ সালের এই দিনে তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বিগত প্রায় দেড় দশক ধরে এই দিনটি ‘সামাজিক ব্যবসা দিবস’ হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জন্মদিন উপলক্ষে সরকারি কোনো আনুষ্ঠানিক কর্মসূচি থাকছে না।

এর আগে শুক্রবার ঢাকার সাভারের জিরাবোতে ‘সোশ্যাল বিজনেস ডে’ উপলক্ষে দু’দিনব্যাপী এক অনুষ্ঠানের উদ্বোধন করেন ড. ইউনূস। তবে সেখানে তাঁর জন্মদিন উপলক্ষে কোনো আয়োজন ছিল না।

বিশ্বখ্যাত ক্ষুদ্রঋণ আন্দোলনের নেতা
অর্থনীতিবিদ ড. ইউনূস বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন জামানতবিহীন ক্ষুদ্রঋণ চালু করে। তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক এই কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০০৬ সালে তিনি ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

রাজনৈতিক পরিবর্তন ও নেতৃত্ব
২০০৯ সালে শেখ হাসিনা সরকার গ্রামীণ ব্যাংক থেকে তাঁকে অপসারণ করে। পরবর্তী সময় তাঁকে বিভিন্ন মামলার মুখোমুখি হতে হয় এবং ২০২৪ সালে একটি শ্রম আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনার ক্ষমতা থেকে সরে যাওয়ার পর ৮ আগস্ট ছাত্রনেতাদের আহ্বানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে তাঁর নেতৃত্বাধীন সরকার দেশে আইন-শৃঙ্খলা, অর্থনীতি ও প্রশাসনিক সংস্কার নিয়ে কাজ করছে।

ব্যক্তিগত জীবন ও শিক্ষা
ড. ইউনূসের পিতা দুলা মিঞা সওদাগর এবং মাতা সুফিয়া খাতুন। স্ত্রী অধ্যাপক ড. আফরোজী ইউনূস এবং তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে।

ছাত্রজীবনে ড. ইউনূস ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি চট্টগ্রাম কলিজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় পূর্ব পাকিস্তানের মধ্যে ১৬তম স্থান অর্জন করেন। এরপর চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।

১৯৬৫ সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রে যান এবং ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন। সে সময় তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

গ্রামীণ ব্যাংকের যাত্রা
১৯৭৪ সালের দুর্ভিক্ষে দারিদ্র্য মোকাবিলায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামে ক্ষুদ্রঋণ প্রকল্প চালু করেন, যা ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে বিশ্বের ৪৪টিরও বেশি দেশে এই মডেল অনুসরণ করা হচ্ছে।

পুরস্কার ও সম্মাননা
ড. ইউনূস স্বাধীনতা পুরস্কারসহ বহু দেশি-বিদেশি পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম (২০০৯) ও কংগ্রেসনাল গোল্ড মেডেল (২০১০)।

জন্মদিনে শুভেচ্ছা
প্রধান উপদেষ্টার জন্মদিন উপলক্ষে প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “শুভ জন্মদিন, স্যার। আপনার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা।”

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_7
লন্ডনে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে ইউরোপ
লন্ডনে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে ইউরোপ
81eaaa3a612096f537b4a4b30701c87be751a0200bf6bc03
সিলেটে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৪
সিলেটে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৪
1751265600-9a794d7a1eacb65230415d96706f6570
কাল (মঙ্গলবার) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে
কাল (মঙ্গলবার) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে
maxresdefault
আইভিএফ চিকিৎসার জন্য কর্মীদের ছুটি দেওয়ার আহ্বান যুক্তরাজ্যে
আইভিএফ চিকিৎসার জন্য কর্মীদের ছুটি দেওয়ার আহ্বান যুক্তরাজ্যে
QR-scan-5
যুক্তরাজ্যের সরকারি সংস্থা গ্রহণ করছে না ই-ভিসা, চাকরি হারানোর ঝুঁকিতে আবেদনকারী
যুক্তরাজ্যের সরকারি সংস্থা গ্রহণ করছে না ই-ভিসা, চাকরি হারানোর ঝুঁকিতে আবেদনকারী
Screenshot_5
যুক্তরাজ্যে এন্ট্রি-লেভেল চাকরির সংখ্যা হ্রাস পাচ্ছে ChatGPT চালুর পর থেকে
যুক্তরাজ্যে এন্ট্রি-লেভেল চাকরির সংখ্যা হ্রাস পাচ্ছে ChatGPT চালুর পর থেকে

সম্পর্কিত খবর