‘মা’—পৃথিবীর সবচেয়ে মধুর একটি শব্দ। এই অমূল্য সম্পর্ককে সম্মান জানাতেই প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় ‘মা দিবস’।
এই দিনটির সূচনা হয় ১৯০৮ সালে, যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায়। আন্না জার্ভিস নামে এক নারী তাঁর প্রয়াত মায়ের স্মৃতিতে প্রথমবারের মতো আয়োজন করেন মা দিবস। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে।
মা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় মাতৃত্বের অপরিসীম ত্যাগ ও ভালোবাসা। মা-ই সেই মানুষ, যিনি নিঃস্বার্থভাবে সন্তানের জন্য সব কিছু উজাড় করে দেন। এই দিনটি তাই মা’কে কৃতজ্ঞতা জানানোর, তাঁর পাশে থাকার এবং তাঁর প্রতি ভালোবাসা প্রকাশের একটি বিশেষ সুযোগ।
আজকের দিনে আপনি মায়ের জন্য বিশেষ কোনো রান্না করতে পারেন, সময় কাটাতে পারেন তাঁর সঙ্গে। আর যদি দূরে থাকেন, অন্তত একটি ফোন কল তো করাই যায়—শুধু এই জানিয়ে যে, আপনি তাঁকে ভালোবাসেন।
যদিও মা’কে ভালোবাসার জন্য একটি নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না—প্রতিদিনই হওয়া উচিত মা দিবস। তবুও, এই বিশেষ দিনটি আমাদের ভালোবাসাকে আরেকটু গভীরভাবে প্রকাশ করার সুযোগ করে দেয়।
বিশ্ব মা দিবসে আমরা প্রত্যাশা করি—সব মা যেন ভালো থাকেন, সুখে থাকেন। কারণ তাঁরাই আমাদের জীবনের প্রকৃত আশ্রয়।