ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার (১৪ মে) বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। তারা বলেন, যদি আজকের মধ্যে ইশরাককে দায়িত্ব না দেওয়া হয়, তবে আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
তারা আরও জানান, দাবি আদায় না হলে সিটি করপোরেশনের সব সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আইনানুযায়ী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও শপথ গ্রহণে গড়িমসি করা হচ্ছে, যা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
বক্তারা বলেন, ইশরাক হোসেনই নির্বাচিত মেয়র এবং জনগণের প্রতিনিধি হিসেবে তাকে শপথ নিতে বাধা দেওয়া আইন ও গণতন্ত্রের পরিপন্থী। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আজকের মধ্যে শপথ গ্রহণ না হয়, তবে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।
২০২০ সালের সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগে ইশরাক হোসেন আদালতে ফল বাতিলের মামলা করেছিলেন, যার রায়ে তাকে বৈধ মেয়র ঘোষণা করা হয়।