ইসরায়েলের কাছে F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানি বৈধ বলে রায় দিয়েছে লন্ডনের হাইকোর্ট, যদিও গাজায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনে এসব যন্ত্রাংশ ব্যবহারের ঝুঁকি থাকার বিষয়টি স্বীকার করা হয়েছে।
মানবাধিকার সংগঠন আল-হক, যেটি পশ্চিম তীর থেকে পরিচালিত হয়, যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য বিভাগকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যায়। তারা যুক্তি দেয়, ২০২৩ সালে যখন কিছু অস্ত্র রপ্তানি লাইসেন্স স্থগিত করা হয়েছিল, তখন F-35 যন্ত্রাংশের ক্ষেত্রে ছাড় দেওয়া ছিল বেআইনি।
যুক্তরাজ্য তখন বলেছিল, ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন যথাযথভাবে মানছে এমন নিশ্চয়তা না থাকলেও, F-35 যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করলে বৈশ্বিক সরবরাহ চেইন ও আন্তর্জাতিক নিরাপত্তায় বিরূপ প্রভাব পড়তে পারে। ব্রিটিশ সরকার আরও আশঙ্কা করেছিল, এ ধরনের পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো‘র সঙ্গে সম্পর্কেও আস্থা সংকট দেখা দিতে পারে।
আল-হক দাবি করেছিল, ব্রিটেনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, বিশেষ করে জেনেভা কনভেনশন লঙ্ঘন করে। তবে আদালত তাদের দাবি খারিজ করে দেয় এবং রায়ে বলে, রপ্তানি লাইসেন্স অনুমোদনের সিদ্ধান্ত ছিল আইনসঙ্গত।