সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৪ জুন) ভোর ৫টার দিকে মেঘালয় সীমান্ত ঘেঁষা ওই অঞ্চলে বিএসএফের ৪ নম্বর ব্যাটালিয়ন এ কাজ করে।
ঘটনার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মিনাটিলা বিওপির টহল দল তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি এবং পূর্বে অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করেন। এদের মধ্যে রয়েছেন ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্ত আইন ভঙ্গের কারণে তাদের আটক করা হয়েছে এবং থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন ও বিজিবি সতর্ক রয়েছে বলে জানা গেছে।