ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার এক দশক পর, ইউরোপের প্রধান চারটি দেশ—ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন—এর জনগণের একটি বড় অংশ ব্রিটেনের ইইউতে পুনরায় যোগদানের পক্ষে মত দিয়েছেন। তবে এক শর্তে—আগের মতো বিশেষ ছাড় বা ‘অপ্ট-আউট’ সুবিধা না রেখে।
YouGov পরিচালিত এক জরিপে দেখা গেছে, চারটি বড় ইইউ সদস্য দেশের ৫১% থেকে ৬৩% মানুষ ব্রিটেনকে পুনরায় ইইউতে দেখতে চান। কিন্তু একই সঙ্গে তারা চান, যুক্তরাজ্য যেন এবার পুরোপুরি ব্লকের নিয়মকানুন মেনে চলে, যেমন—ইউরো গ্রহণ ও শেনজেন পাসপোর্ট-মুক্ত অঞ্চলে অংশগ্রহণ।
তবে জরিপে এটাও উঠে এসেছে যে, ব্রিটেন যদি আগের মতোই বিশেষ সুবিধা রেখে পুনরায় ইইউতে যোগ দিতে চায়, তাহলে ইউরোপের অধিকাংশ মানুষ (৪১–৫২%) সেই প্রস্তাবের বিরোধিতা করবেন।
যুক্তরাজ্যের মধ্যেও মতামত বিভক্ত। সরাসরি প্রশ্নে ৫৪% ব্রিটিশ নাগরিক পুনরায় ইইউতে যোগদানের পক্ষে মত দিলেও, যদি সেই ফিরে আসা মানে হয় পূর্ববর্তী ছাড় ত্যাগ, তাহলে সমর্থন কমে দাঁড়ায় ৩৬%-এ। এর বিপক্ষে অবস্থান নেন ৪৫%।
রাজনৈতিক অবস্থান অনুসারে সমর্থনের হারও ভিন্ন। লেবার ও লিবারেল ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে ৫৮% এবং ৪৯%, তবে পূর্বের সুবিধা বাদ দিলে তা অনেকটা কমে যায়। কনজারভেটিভ ও রিফর্ম ইউকে সমর্থকদের মধ্যে এই হার আরও কম—১২% এবং ৯%।
ডেনমার্ক এই জরিপে অংশ নেওয়া পঞ্চম দেশ হিসেবে উল্লেখযোগ্য। এখানকার ৭২% নাগরিক যুক্তরাজ্যের পুনঃযোগদানে আগ্রহী, এমনকি পূর্বের অপ্ট-আউট সুবিধা রেখে ফিরলে তারাও তুলনামূলক বেশি সমর্থন দেখিয়েছেন (৪৩%)।
জরিপে আরও দেখা গেছে, ইউরোপের বেশিরভাগ মানুষ (৬৩–৭৫%) একটি স্বাধীন স্কটল্যান্ডের ইইউ সদস্যপদকে সমর্থন করবেন।
বর্তমানে যুক্তরাজ্যের লেবার সরকার ইইউর সঙ্গে সম্পর্ক “পুনর্গঠনের” চেষ্টা করলেও, পুনরায় সদস্যপদ অর্জনের পরিকল্পনা এখনো বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না।