ময়মনসিংহে ১৫৭টি মসজিদ এবং দুই হাজার ৫০০ ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ জুন) সকাল ৭:৩০-এ শহরের আঞ্জুমান ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন। এই জামাতে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ অসংখ্য মুসুল্লি অংশ নেন। একই স্থানে সকাল ৮:৩০-এ দ্বিতীয় জামাত আয়োজন করা হয়। এছাড়া, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইন্স, এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহগুলোতে পুলিশ মোতায়েন ছিল।