নতুন সিনেমা ‘তুফান’ দিয়ে ঢালিউডে এক নতুন ঝড় তুলেছেন সুপারস্টার শাকিব খান। বিদেশেও এই সিনেমা মুক্তি পাবে, যা তার কর্মযজ্ঞের আন্তর্জাতিক স্বীকৃতি। শাকিবের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে অপু বিশ্বাস তার ভেরিফাইড ফেসবুক পেজে শাকিব খান ও কণার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। সেই পোস্টে তিনি শাকিবের পাশাপাশি কণার গান “দুষ্টু কোকিল”-এর জন্য কণাকেও অভিনন্দন জানিয়েছেন। সিনেমার পরিচালক রায়হান রাফি এবং সিনেমার পুরো টিমকে অভিনন্দন জানানোর পাশাপাশি অপু শাকিবকে গ্লোবাল সুপারস্টার হিসেবে অভিহিত করেছেন এবং দুটি লাভ ইমোজি যুক্ত করেছেন।
এছাড়া, রায়হান রাফির পরিচালনায় ‘তুফান’ সিনেমাটি বর্তমানে প্রেক্ষাগৃহে হাউসফুল চলছে। ঈদের সময় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে এটি দর্শকদের কাছে সবচেয়ে বেশি সাড়া পেয়েছে। এই সফলতার জন্য শাকিব খানকে অভিনন্দন জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অপু বিশ্বাস।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে শাকিব খান, অন্যদিকে গুরুত্বপূর্ণ চরিত্রে চঞ্চল চৌধুরী। সিনেমার নায়িকাদের মধ্যে রয়েছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।