Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হামজাদের দুই ম্যাচের জন্য থিম সং, ৬০ লাখ বরাদ্দ এনএসসির

ডেস্ক সংবাদ

থিম সং-টিভিসির জন্য এত অর্থ, ফুটবলের মাঠে এখনো নেই দৃশ্যমান প্রস্তুতি

এশিয়ান কাপ বাছাইপর্বের সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে দুই ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পেয়েছে ৬০ লাখ টাকার সরকারি সহায়তা। তবে এই অর্থ মূলত ম্যাচ আয়োজনে নয়, বরাদ্দ করা হয়েছে থিম সং ও টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) তৈরির জন্য।

বাফুফে ২৬ মে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর ৬৫ লাখ টাকার সহায়তা চেয়ে আবেদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ‘তারুণ্যের উৎসবের’ অংশ হিসেবে ২৯ মে ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়। এই অর্থ দিয়ে দুটি ম্যাচকে ঘিরে প্রচারণামূলক থিম সং ও টিভিসি তৈরির পাশাপাশি আয়োজন ব্যবস্থাপনায় ব্যয় করার কথা বলা হলেও মূল ফোকাস থিম সং নির্মাণে — এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

ম্যাচকালীন প্রচারণা, কিন্তু দৃশ্যমান কিছুই নেই

বাফুফের উদ্যোগে ৫ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। অথচ আজকের আগ পর্যন্ত কোনো থিম সং বা টিভিসি মাঠে বা মিডিয়ায় দেখা যায়নি। বিষয়টি নিয়ে ক্রীড়ামহলে উঠছে প্রশ্ন— দুটি ম্যাচের জন্য এত বিপুল ব্যয়ে ‘প্রচার’ কতটা যৌক্তিক?

বড় টুর্নামেন্ট নয়, তবুও ‘থিম সং সংস্কৃতি’

প্রথাগতভাবে অলিম্পিক, বিশ্বকাপ কিংবা এশিয়ান গেমসের মতো বড় আয়োজনে থিম সং ব্যবহৃত হয়। কিন্তু দুটি ম্যাচের জন্য আলাদা থিম সং তৈরি, তাও সরকারি অর্থে, এমন নজির বাংলাদেশে বিরল। তাছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের নিজস্ব ক্রীড়া সংগীতই বর্তমানে কার্যত নিষ্ক্রিয়। ১৯৭৮ সালে রচিত এই সংগীত এক যুগ ব্যবহৃত হলেও এখন তা কেবল ‘স্মৃতির অংশ’ হয়ে আছে।

এনএসসির অগ্রাধিকারে নেই জাতীয় ক্রীড়া সংগীত

বিশেষজ্ঞরা মনে করছেন, ক্রীড়া সংস্কৃতিকে এগিয়ে নিতে হলে নতুন ধারার ক্রীড়া সংগীত, থিম সং এবং ফ্যান ইনভলভমেন্ট জরুরি হলেও— ঐতিহ্যবাহী সংগীতের পুনর্ব্যবহার কিংবা আধুনিকায়নের দিকে এনএসসি দৃষ্টি দেয়নি। অথচ ফেডারেশনের ব্যতিক্রমী আবেদনে বিপুল অর্থ বরাদ্দ দিয়েছে সংস্থাটি।

স্পন্সর থাকলেও সরকারি সহায়তা চেয়েছে বাফুফে

জানা গেছে, সিঙ্গাপুর ম্যাচ ঘিরে বাফুফে একাধিক কর্পোরেট স্পন্সর পেয়েছে। তারপরও ম্যাচ আয়োজনে অতিরিক্ত সহযোগিতা হিসেবে এনএসসির কাছে হাত পেতেছে তারা। এনএসসি ফুটবলের স্বার্থে তাৎক্ষণিক সহায়তা দিলেও, খোদ সংস্থাটিকেই এখনো ম্যাচের টিকিট ইস্যুতে ধোঁয়াশায় রেখেছে বাফুফে।

সরকারি টিকিট বরাদ্দ নিয়েও প্রশ্ন

সব ধরনের আন্তর্জাতিক বা ঘরোয়া খেলায় এনএসসির জন্য নির্ধারিত টিকিট সংরক্ষণের বিধান থাকলেও, এবার ভুটান ও সিঙ্গাপুর ম্যাচে সেই ব্যবস্থা এখনো পরিষ্কার নয়। এনএসসি দেশের সকল ফেডারেশনের অভিভাবক সংস্থা এবং স্টেডিয়াম মালিকানা রাষ্ট্রের, তবুও টিকিট সংক্রান্ত তথ্য বাফুফে এখনো স্পষ্টভাবে জানায়নি।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_7
লন্ডনে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে ইউরোপ
লন্ডনে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে ইউরোপ
81eaaa3a612096f537b4a4b30701c87be751a0200bf6bc03
সিলেটে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৪
সিলেটে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৪
1751265600-9a794d7a1eacb65230415d96706f6570
কাল (মঙ্গলবার) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে
কাল (মঙ্গলবার) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে
maxresdefault
আইভিএফ চিকিৎসার জন্য কর্মীদের ছুটি দেওয়ার আহ্বান যুক্তরাজ্যে
আইভিএফ চিকিৎসার জন্য কর্মীদের ছুটি দেওয়ার আহ্বান যুক্তরাজ্যে
QR-scan-5
যুক্তরাজ্যের সরকারি সংস্থা গ্রহণ করছে না ই-ভিসা, চাকরি হারানোর ঝুঁকিতে আবেদনকারী
যুক্তরাজ্যের সরকারি সংস্থা গ্রহণ করছে না ই-ভিসা, চাকরি হারানোর ঝুঁকিতে আবেদনকারী
Screenshot_5
যুক্তরাজ্যে এন্ট্রি-লেভেল চাকরির সংখ্যা হ্রাস পাচ্ছে ChatGPT চালুর পর থেকে
যুক্তরাজ্যে এন্ট্রি-লেভেল চাকরির সংখ্যা হ্রাস পাচ্ছে ChatGPT চালুর পর থেকে

সম্পর্কিত খবর