সিলেট-তামাবিল সড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুরের করিছেরপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আনোয়ার হোসেন (৩৫), তিনি বরিশালের বাসিন্দা এবং এসি আই কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তামাবিল হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।
আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলা দায়ের প্রক্রিয়াধীন, বলে জানিয়েছেন পুলিশ।