Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রয়োজন আইনের কঠিন প্রয়োগ: মুকতাবিস উন নূর

নিরাপদ সড়ক বাস্তবায়নে
ডেস্ক সংবাদ

সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর বলেছেন, নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য দরকার আইনের কঠোর বাস্তবায়ন। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে রাজনৈতিক স্বদিচ্ছার প্রয়োজন বলে তিনি অভিমত প্রকাশ করেন। তিনি নিসচার কাজের ভুয়সী প্রশংসা করেন বলেন, নিসচা যে কাজ করছে তা ইবাদতের সামিল। এই আন্দোলনকে আরো বেগবান করতে গ্রাম অঞ্চলে পৌছে দিতে হবে।
রোববার সন্ধ্যা ৭টায় নগরীর একটি রেস্টুরেন্টের অভিজাত হলে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু সভাপতিত্বে ও জেলা শাখার সদস্য আব্দুল হাসিবের পরিচালনায় সভায় কোরআন তেলোয়াত করেন আবুল কাশেম। স্বাগত বক্তব্য রাখেন নিসচা সিলেট জেলা শাখার সদস্য সচিব ছয়ফুল করিম চৌধুরী হায়াত। বক্তব্য রাখেন ফাহিম আহমদ, রাশেদুজ্জামান রাসেদ, মোস্তফা হোসেন সম্রাট, আব্দুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক কামাল আহমদ, দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মারুফ হাসান, অগ্রনী তরুন সংঘের উপদেষ্টা সেলিম আহমদ, সাবেক সভাপতি মোঃ রাসেল আহমদ চৌধুরী রাজু, নিসচা সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোহেল চৌধুরী, মোঃ আবু জাবের, মোঃ মাজিদুর রহমান মাছুম, আবুল বশর সাকু আহমেদ, উজ্জল মিয়া, নাসির উদ্দিন, আব্দুল হামিদ, সোবহান আহমদ, রফিকুল ইসলাম খান, রাজীব ঘোষ, আছকর আলী, শেখ মোঃ তৌহিদ, মোঃ আফজাল খান, হাবীব আহমদ, আহমেদ ফুয়াদ বিন রশীদ, ফয়সল চৌধুরী, আবু সালেহ মোঃ জাকারিয়া, ইমরান আহমদ, মোঃ আছকর আলী প্রমুখ।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_7
লন্ডনে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে ইউরোপ
লন্ডনে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে ইউরোপ
81eaaa3a612096f537b4a4b30701c87be751a0200bf6bc03
সিলেটে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৪
সিলেটে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৪
1751265600-9a794d7a1eacb65230415d96706f6570
কাল (মঙ্গলবার) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে
কাল (মঙ্গলবার) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে
maxresdefault
আইভিএফ চিকিৎসার জন্য কর্মীদের ছুটি দেওয়ার আহ্বান যুক্তরাজ্যে
আইভিএফ চিকিৎসার জন্য কর্মীদের ছুটি দেওয়ার আহ্বান যুক্তরাজ্যে
QR-scan-5
যুক্তরাজ্যের সরকারি সংস্থা গ্রহণ করছে না ই-ভিসা, চাকরি হারানোর ঝুঁকিতে আবেদনকারী
যুক্তরাজ্যের সরকারি সংস্থা গ্রহণ করছে না ই-ভিসা, চাকরি হারানোর ঝুঁকিতে আবেদনকারী
Screenshot_5
যুক্তরাজ্যে এন্ট্রি-লেভেল চাকরির সংখ্যা হ্রাস পাচ্ছে ChatGPT চালুর পর থেকে
যুক্তরাজ্যে এন্ট্রি-লেভেল চাকরির সংখ্যা হ্রাস পাচ্ছে ChatGPT চালুর পর থেকে

সম্পর্কিত খবর