Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যের সরকারি সংস্থা গ্রহণ করছে না ই-ভিসা, চাকরি হারানোর ঝুঁকিতে আবেদনকারী

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের নিরাপত্তা শিল্প কর্তৃপক্ষ (SIA) – যা প্রতি বছর লক্ষাধিক নিরাপত্তারক্ষীকে লাইসেন্স দেয় – জানিয়েছে, তারা আপাতত ই-ভিসা গ্রহণ করছে না চাকরির আবেদনকারীদের পরিচয়পত্র হিসেবে। যদিও ই-ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটের (BRP) জায়গায়, যা কাজ, ভাড়া, সুবিধা ও বসবাসের অধিকার প্রমাণে ব্যবহৃত হয়।

হোম অফিস বলেছে, ই-ভিসা অনুমোদনের জন্য SIA-এর সিস্টেমে পরিবর্তন আনা প্রয়োজন, যা এখনো হয়নি। ফলে অনেক অভিবাসী, যাদের অন্য কোনো পরিচয়পত্র নেই, তারা চাকরির আবেদন করতে পারছেন না।

এর ফলে আরেকটি উইন্ডরাশ-ধরনের কেলেঙ্কারির আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা, যেখানে আইনি অধিকার থাকা বহু মানুষ পরিচয় জটিলতায় চাকরি ও সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন।

ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান, এমনকি সলিসিটরস রেগুলেটরি অথরিটি ই-ভিসাকে আইডি হিসেবে গ্রহণ না করায় বিভ্রান্তি আরও বেড়েছে। কিছু পরিবার শিশু ভাতা থেকেও বঞ্চিত হয়েছে, কারণ DWP কর্মকর্তারা ই-ভিসাকে উপযুক্ত প্রমাণ হিসেবে মেনে নিচ্ছেন না – যদিও সরকারি বিবৃতিতে বলা হয়েছে, DWP ই-ভিসা গ্রহণ করে।

অভিবাসী অধিকার সংগঠনগুলো বলছে, এই পরিস্থিতি “প্রতিকূল পরিবেশ” নীতির ফল, যেখানে অভিবাসী যাচাইয়ের দায়িত্ব নিয়োগকর্তা, ব্যাংক ও বাড়িওয়ালাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে।

অভিবাসন বিশেষজ্ঞ ব্রায়ান ডিকফ বলেন, “ই-ভিসার উদ্দেশ্য ছিল নিরাপদ ও সহজ পরিচয় যাচাই। কিন্তু বাস্তবে এটি নতুন সমস্যার সৃষ্টি করছে।”

৩ মিলিয়নের পক্ষ থেকে আন্দ্রেয়া ডুমিত্রাচে বলেন, “এই নীতি দ্রুত চালু করায় বিভ্রান্তি ও ঝুঁকি তৈরি হয়েছে। এখনই ই-ভিসা ব্যবস্থার একটি স্বাধীন পর্যালোচনা জরুরি।”

হোম অফিস জানায়, তারা SIA-এর সঙ্গে কাজ করছে, যাতে ই-ভিসাকে কার্যকরভাবে চালু করা যায় এবং অভিবাসন নথির ডিজিটাল রূপকে বাস্তব রূপে স্বীকৃতি দেওয়া হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_7
লন্ডনে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে ইউরোপ
লন্ডনে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে ইউরোপ
81eaaa3a612096f537b4a4b30701c87be751a0200bf6bc03
সিলেটে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৪
সিলেটে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৪
1751265600-9a794d7a1eacb65230415d96706f6570
কাল (মঙ্গলবার) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে
কাল (মঙ্গলবার) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে
maxresdefault
আইভিএফ চিকিৎসার জন্য কর্মীদের ছুটি দেওয়ার আহ্বান যুক্তরাজ্যে
আইভিএফ চিকিৎসার জন্য কর্মীদের ছুটি দেওয়ার আহ্বান যুক্তরাজ্যে
QR-scan-5
যুক্তরাজ্যের সরকারি সংস্থা গ্রহণ করছে না ই-ভিসা, চাকরি হারানোর ঝুঁকিতে আবেদনকারী
যুক্তরাজ্যের সরকারি সংস্থা গ্রহণ করছে না ই-ভিসা, চাকরি হারানোর ঝুঁকিতে আবেদনকারী
Screenshot_5
যুক্তরাজ্যে এন্ট্রি-লেভেল চাকরির সংখ্যা হ্রাস পাচ্ছে ChatGPT চালুর পর থেকে
যুক্তরাজ্যে এন্ট্রি-লেভেল চাকরির সংখ্যা হ্রাস পাচ্ছে ChatGPT চালুর পর থেকে

সম্পর্কিত খবর