সিলেট সরকারি কলেজ কেন্দ্রে ভুয়া প্রবেশপত্র দিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টাকালে এক ছাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা শুরুর পর পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাইয়ের সময় দুজন ছাত্রীর হাতে একই রোল নম্বরসহ প্রবেশপত্র ধরা পড়ে। দুজনই সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী পরিচয় দেয়। পরবর্তীতে পরীক্ষা কেন্দ্র থেকে সিলেট শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করা হলে জানা যায়, মোছা. তাহমিনা আক্তার নামের একজন ছাত্রীর প্রবেশপত্রটি জাল। অপরদিকে ফয়জিয়া আক্তার নামে অন্য ছাত্রীটি আসল প্রবেশপত্রধারী হওয়ায় তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়।
আটক তাহমিনা দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যে ফি না দিতে পারায় তার বোন জামাই এক দালালের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করেন। তবে পরীক্ষার দিন কেন্দ্রে গিয়ে জানতে পারেন, সেটি ভুয়া। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি কিছুই জানতাম না। সবকিছু করেছে আমার বোন জামাই, যিনি বর্তমানে অসুস্থ ও হাসপাতালে ভর্তি।”
সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন বলেন, “জাল প্রবেশপত্র তৈরির পেছনে পরিবারের কারও সংশ্লিষ্টতা থাকলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। তবে মানবিক দিক বিবেচনায় ছাত্রীটিকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। যদি তারা প্রতারণার শিকার হন, তাহলে ওই দালালের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।”
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “এখনো পর্যন্ত আমরা এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। কলেজ কর্তৃপক্ষ থেকেও কিছু জানানো হয়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”