কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সোমবার (২৩ জুন) রাতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এসব হামলা চালায়।
ফ্লাইট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ মাইক্রোব্লগিং সাইট এক্সে জানিয়েছে, ফ্লাইট পথ ও এয়ার ট্রাফিক কন্ট্রোল অডিও বিশ্লেষণ করে ইউএই আকাশসীমা বন্ধের তথ্য নিশ্চিত হয়েছে।
এর আগে, কাতারের রাজধানী দোহার কাছে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেইদ লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেখানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
ইসরায়েলের এক কর্মকর্তার দাবি, ওই ঘাঁটির উদ্দেশে ইরান প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।