Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

গরমে চোখের সমস্যা বেড়ে যায়—জানুন কী করবেন এই সময়

ডেস্ক সংবাদ

গ্রীষ্মকালে যখন তাপমাত্রা বাড়ে, তখন শুধু ত্বক বা শরীর নয়—চোখেও দেখা দিতে পারে নানা সমস্যা। তীব্র রোদ, ধুলোবালি ও দূষণের কারণে চোখ সহজেই আক্রান্ত হতে পারে বিভিন্ন রোগে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময় সতর্ক না থাকলে চোখের ক্ষতি হতে পারে দীর্ঘমেয়াদী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সৈয়দ একে আজাদ জানাচ্ছেন, গরমের সময় চোখে যেসব সমস্যা বেশি দেখা যায়, তা হলো—

🔹 গরমে চোখে যে সমস্যাগুলো বেশি দেখা দেয়:

১. ড্রাই আই (চোখের শুষ্কতা): অতিরিক্ত রোদ ও গরমের কারণে চোখের তরল শুকিয়ে যায়। এতে চোখে অস্বস্তি ও চুলকানির অনুভব হয়।

২. চোখ দিয়ে অনবরত পানি পড়া: গরমে স্নায়ুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হলে চোখ থেকে অকারণে পানি পড়তে থাকে।

৩. চোখের অ্যালার্জি: ধুলো, পরাগ ও দূষণের কারণে চোখে চুলকানি, লালভাব এবং জ্বালাপোড়া হয়।

  1. অঞ্জলি (Stye): চোখের পাতায় ফুলে যাওয়া, ব্যথা ও লালচেভাব দেখা দেয়। গরমে ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে এটা বেশি হয়।

৫. চোখ লাল হওয়া: অতিরিক্ত গরমের কারণে চোখের রক্তপ্রবাহ বেড়ে গেলে চোখ লাল হয়ে যেতে পারে।

৬. চোখে জ্বালা ও শুষ্কতা: বাতাসে ধুলোবালি এবং বেশি গরমে চোখে জ্বালাপোড়া ও খচখচে ভাব হতে পারে।

৭. চুলকানি: গ্রীষ্মে বাতাসে পরাগরেণুর (pollen) উপস্থিতি বেড়ে যায়, যা চোখের কোণে চুলকানি বাড়িয়ে দেয়।

৮. আলোর প্রতি সংবেদনশীলতা: তীব্র রোদে চোখে অস্বস্তি লাগে, কখনও চোখ খোলা রাখাও কষ্টকর হয়।

৯. ঝাপসা দৃষ্টি: চোখ শুষ্ক হয়ে গেলে অস্থায়ীভাবে দৃষ্টি অস্পষ্ট হতে পারে।

১০. চোখের ক্লান্তি: ধুলো ও তাপের কারণে চোখ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, ভারী অনুভব হয়।

১১. চোখে স্ট্রোক: গরমে পানি স্বল্পতা ও ঘুমের অভাবে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, যা চোখে রক্তক্ষরণ বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

Print
Email

সর্বশেষ সংবাদ

WhatsApp-Image-2023-12-17-at-06.51.40-9ee3a9f77691ea915db2386ec525b8f4
যুক্তরাজ্যে স্বামীকে আনার স্বপ্নে কাজের সাথেই সংসার গড়েছেন হাসনা
যুক্তরাজ্যে স্বামীকে আনার স্বপ্নে কাজের সাথেই সংসার গড়েছেন হাসনা
brrishtite-silete-abar-bnzar-cokh-rangani-seemaheen-voganti-1719887734
সিলেটে চোখ রাঙাচ্ছে বন্যা
সিলেটে চোখ রাঙাচ্ছে বন্যা
395492
সিলেট নগরীতে অজ্ঞান পার্টির ৫ সদস্য আটক
সিলেট নগরীতে অজ্ঞান পার্টির ৫ সদস্য আটক
image_223408_1758014232
তাপমাত্রা বৃদ্ধিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
তাপমাত্রা বৃদ্ধিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
sylhet-cover-20250916154000
জাফলংয়ে নিখোঁজের ৭ দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার
জাফলংয়ে নিখোঁজের ৭ দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার
nit-20250916164017
আসামে সংঘর্ষে জড়িত: ৫ বাংলাদেশি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
আসামে সংঘর্ষে জড়িত: ৫ বাংলাদেশি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

সম্পর্কিত খবর