Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শিরোনাম:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে নর্থ বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

ডেস্ক সংবাদ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে নর্থ বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন।

রবিবার স্কানথর্প ইউনাইটেড ফুটবল গ্রাউন্ডের দৃষ্টিনন্দন ভেন্যুতে দুপুর দেড় ঘটিকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে’র প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। নর্থ বাংলা প্রেস ক্লাবের সভাপতি ফখরুল হুসাইন এর সভাপতিত্বে, ও জেনারেল সেক্রেটারি নুরুল আমিন তারেক এর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নর্থ বাংলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ক্বারী সাবের আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি্লেন স্কটিশ পার্লামেন্ট এর এমপি ফয়সল চৌধুরী এমএসপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রথম বাংলাদেশী অনলাইন চ্যানেল এলবি ২৪ এর ফাউন্ডার ও সিইও শাহ ইউসুফ, কাউন্সিলর মাসুক আলী, বিবিসি নর্থ এর সাংবাদিক নাজ মড্যাক, লিংকন ইউনিভার্সিটির প্রফেসর ডঃ মিজান রহমান, প্রবাস বাংলা টিভির চেয়ারম্যান সাংবাদিক আফজাল রব্বানী, সিইও আহমেদ জুনেদ, নর্থ বাংলা প্রেসক্লাবের পেট্রন লতিফ মিয়া কামালি, গ্রেটার সিলেট নর্থ এর সভাপতি ফয়জুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ প্রশিক্ষক ফয়সল মিয়া, চ্যানেস এস ও ইকরা বাংলার জনপ্রিয় প্রেজেন্টার আমিনুর রহমান চৌধুরী,
নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টার্স এসোসিয়েশন এর সভাপতি এমজি কিবরিয়া, লিভারপুল প্রেস ক্লাবের সভাপতি ফকরুল আলম , সাধারণ সম্পাদক আবু সাইদ চৌধুরী সাদি,

বিভিন্ন শহরের পক্ষ থেকে বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ আজাদ উল্লাহ , মাওলানা শাহ আব্দুল মালিক বখত হাল সিটি, ব্রাডফোর্ড থেকে গোয়াস খান, ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে মহসিন আহমেদ, লিংকন সিটির পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রফিক, গুলজার হুসেন, সাইফুল ইসলাম সাইফ, মোহাম্মদ আরাফাত উদ্দিন, লীডস কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহীন আহমদ, জাহাঙ্গীর আলম, কবির মিয়া, নরউইচ কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন আফসার আহমেদ চৌধুরী, ওল্ডহাম থেকে বিশিষ্ট সাংবাদিক দিলওয়ার হুসেন শিবলি, আবুল হোসাইন মামুন, স্কানথর্প কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহ উয়েসকারনী আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, শাহ মোহাম্মদ ইউসুফ খান প্রমুখ।

অতিথি বৃন্দ নর্থ বাংলা প্রেসক্লাবের “প্রত্যাশা” নামক স্মারক গ্রন্থের মোরক উন্মোচন করেন। এ সময় নর্থ বাংলা প্রেস ক্লাবের পক্ষ ৬জন কমিউনিটির বিশিষ্টজনকে নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে’র আজীবন সদস্য হিসাবে সম্মান সূচক এওয়ার্ড প্রধান করা হয়। এওয়ার্ড প্রাপ্ত বিশিষ্টজনরা হচ্ছেন, স্কানথর্প ফুটবল ইউনাইটেড ফুটবল এফসির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রজিউর রহমান মর্তুজা, একাউন্ট্যান্ট মোহাম্মদ জিয়াউল হক, মুসলিম কমিউনিটি এসোসিয়েশন এর নেতা আবুল কাশেম খান, বিশিষ্ট ব্যবসায়ী মতসিন আলী মুক্তাদির, তরুণ ব্যবসায়ী মোহাম্মদ আব্দুর রকিব, বিশিষ্ট সংগঠম ব্যবসায়ী নোমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ফয়সল চৌধুরী এমপি বলেন, নর্থের বুকে সাংবাদিকদের সুসংগঠিত সংগঠন নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। প্রবাসে বাংলাদেশীদের নাম উজ্জ্বল করার জন্য তিনি আমাদেরকে মেইন স্ট্রিম রাজনীতির সাথে সংযুক্ত হওয়ার আহবান জানান। হিংসা বিদ্বেষ পরিহার করে দেশ ও সমাজের কল্যাণে জন সংশ্লিষ্টতা বাড়ানোর জন্য উপস্থিত সাংবাদিক দের সহযোগিতা কামনা করেন। প্রধান বক্তার বক্তব্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী বলেন স্কানথর্প ইউনাইটেড ফুটবল গ্রাউন্ডের নর্থের বিভিন্ন শহর থেকে কমিউনিটির সাংবাদিক বুদ্ধিজীবী ও কমিউনিটির বিশিষ্টজনের এত বিশাল উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে। লন্ডনের পরে নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে’র আয়োজন নর্থের ব্রিটিশ বাংলাদেশীদের মধ্যে নতুন প্রাণবন্ত উদ্যম তৈরী করেছে। ইউকে বাংলা মিডিয়া পাড়ায় নতুনত্ব ও সঠিক তথ্য প্রচার করে বাংলাদেশীদের সাথে,একে অন্যের সাথে ভালোবাসার বন্ধন আরো সুদৃঢ় আহবান জানান। আগামী দিনে নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে’র এধরনের মহতি উদ্যোগ কমিউনিটির সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ করেন।

পরিশেষে, নর্থ বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে স্কটল্যান্ড এর বাংলাদেশী বাংশোদ্ভূত একমাত্র এমপি ফয়সল চৌধুরী এমএসপি কে সম্মান সূচক ক্রেস্ট প্রধান করা হয়।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

1747476336.nagor
স্থানীয় সরকার উপদেষ্টাকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা
স্থানীয় সরকার উপদেষ্টাকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা
office-2505170218
ঈদ পর্যন্ত সকল শনিবার সরকারি অফিস খোলা
ঈদ পর্যন্ত সকল শনিবার সরকারি অফিস খোলা
1747475353.MP-Jebunnesa-Afroza
সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার
সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার
569c1befff7515a09ee60dbf88ceee754d2cfcd5bdb375ad
বিসিবিতে প্রাথমিক তদন্ত শেষে যেসব অনিয়ম পেয়েছে দুদক
বিসিবিতে প্রাথমিক তদন্ত শেষে যেসব অনিয়ম পেয়েছে দুদক
b64e8b8a53ec0c0e6eaca0caed980ee5ed0f724578dcfe9f
মালয়েশিয়ায় মা হারানো মেয়েকে নিয়ে চরম সংকটে প্রবাসী বাংলাদেশি
মালয়েশিয়ায় মা হারানো মেয়েকে নিয়ে চরম সংকটে প্রবাসী বাংলাদেশি
f1710eb43c601bddb18b96c47436c87d72e5a4fbcde55a7c
ঋণ পরিশোধ আগে, নাকি কোরবানি?
ঋণ পরিশোধ আগে, নাকি কোরবানি?

সম্পর্কিত খবর