Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

অন্তর্বর্তী সরকারের ছয় মাসে আইন মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কার্যক্রম

ডেস্ক সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ছয়মাস পূর্ণ হতে যাচ্ছে কাল ৮ ফেব্রুয়ারি। এই সময় সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে শক্তিশালী ও যুগোপযোগী করতে সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। এটি নিয়ে জাতীয় ঐক্যমত রয়েছে। পৃথক সচিবালয়ে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠায় আইন তৈরি চূড়ান্ত পর্যায়ে।
আইন উপদেষ্টা বলেন, ৩৬ ধরনের ডকুমেন্ট আইন মন্ত্রণালয় সত্যায়ন করতো। ম্যানুয়ালি এ কাজ সম্পাদনের ফলে জনসাধারণকে অনেক হয়রানি পোহাতে হয়েছে। তা নিরসনে এ কার্যক্রম সম্পূর্ণরূপে গত ১৩ ডিসেম্বর থেকে অনলাইন হচ্ছে। এতে করে জনগণের অর্থ ও সময়ের সাশ্রয় হচ্ছে। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমত দমনে দায়ের করা ‘গায়েবি’ মামলা চিহ্নিত করা হয়েছে। মামলাগুলো প্রত্যাহারে উদ্যোগ নেওয়া হয়েছে।
আইন উপদেষ্টা বলেন, বিবাহ সম্পাদনে আরোপিত একটি কর ছিল। আইন মন্ত্রণালয় এই অযৌক্তিক কর আরোপ বাতিল করেছে।
আইন উপদেষ্টা আরও বলেন, সাইবার আইন প্রত্যাহার কিংবা সংশোধন নিয়ে কাজ চলমান। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের মতামত রয়েছে। বিষয়টি নিয়ে ডিটেইল চিন্তা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে ওই আইনে যে মামলাগুলো দায়ের করা হয়েছে তা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন হয়েছে। অনেক ক্ষেত্রে দলীয় বিবেচনায় অযোগ্য লোকদের বিচারপতি নিয়োগ দেয়া হতো। যোগ্য বিচারক নিয়োগের সঙ্গে দেশের ১৮ কোটি মানুষের সুবিচার পাবার নিশ্চয়তা নিহিত। অভিজ্ঞ দল নিরপেক্ষ প্রকৃত যোগ্য ব্যক্তিরা যেন বিচারক হিসেবে নিয়োগ পান এ চাহিদা ও দাবি ছিল দীর্ঘ দিনের। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন- ১৯৭৩ অংশীজন ও বিশেষজ্ঞের মতামত নিয়ে সংশোধন করা হয়েছে।
এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাসে আইন মন্ত্রণালয়ের অধীনে নেয়া অন্যান্য কার্যক্রম তুলে ধরা হলো:
বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদন দাখিল:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন বুধবার হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি হস্তান্তর করেন।
পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়। মোট ২৮ দফা প্রস্তাবের শুরুতেই রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও শৃঙ্খলা সংক্রান্ত অংশ। বিচার বিভাগ বিষয়ে জন আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে ২৮ টি বিষয়ের উপরে সুপারিশ করেছে সংস্কার কমিশন।
স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে ৩ অক্টোবর বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময়সহ নানা শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে সরকার কর্তৃক বেঁধে দেয়ার সময়ের মধ্যেই সংস্কার কমিশন প্রস্তাব ও সুপারিশ সম্বলিত প্রতিবেদন দাখিল করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করে।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

WhatsApp Image 2025-05-27 at 2.58.44 PM
সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা
সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা
389605
মিশিগান বাংলা প্রেস ক্লাবের নতুন সভাপতি সাহেদুল, সম্পাদক তোফায়েল
মিশিগান বাংলা প্রেস ক্লাবের নতুন সভাপতি সাহেদুল, সম্পাদক তোফায়েল
1748327307.dabi
কঠোর নিরাপত্তার মধ্যেও সচিবালয়ে বিক্ষোভ-অবস্থা
কঠোর নিরাপত্তার মধ্যেও সচিবালয়ে বিক্ষোভ-অবস্থা
tal-1-20250527130020
গরমে তালশাঁস খাওয়ার উপকারিতা
গরমে তালশাঁস খাওয়ার উপকারিতা
eid-2
ঈদুল আজহা কবে, জানা যাবে আগামীকাল
ঈদুল আজহা কবে, জানা যাবে আগামীকাল
62298b19e826b81dd5d5c23f21c5242906a1b83ce42268e5
পবিত্র আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের হামলা
পবিত্র আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের হামলা

সম্পর্কিত খবর