জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এক প্রেস বিবৃতিতে পরিষদের ১৫ সদস্য রাষ্ট্র হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনার ওপর জোর দিয়েছে।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাম এলাকায় অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ২৬ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক ছিলেন, যাঁরা সবাই পর্যটক হিসেবে ওই এলাকায় গিয়েছিলেন। ঘটনায় আরও অনেকেই আহত হন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, “এই বর্বরোচিত হামলায় যাঁরা জড়িত, তাঁরা শুধু হামলাকারী নয়—যারা সংগঠন চালায়, অর্থায়ন করে এবং হামলাকারীদের সহায়তা করে, তারাও সমানভাবে দায়ী। সকলকে জবাবদিহির আওতায় আনতে হবে।”
আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব অনুসারে, এই হামলার তদন্ত ও বিচারে সক্রিয় সহযোগিতার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।
প্রসঙ্গত, এই প্রেস বিবৃতি তখনই গৃহীত হয়, যখন পরিষদের সব সদস্য সম্মত হন। বর্তমানে পাকিস্তান এই পরিষদের অস্থায়ী সদস্য হওয়ায় তাদেরও সম্মতি এ বিবৃতির অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিরাপত্তা পরিষদ নিহতদের পরিবারের প্রতি, ভারত ও নেপাল সরকারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।