লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া এলাকায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে গরুর হাট বসানো হচ্ছে, ফলে বাধ্য হয়ে প্রতি বুধবার টিফিনের পর স্কুল ছুটি দিতে হচ্ছে। শুধু হাটের দিনই নয়, সপ্তাহজুড়েই ওই মাঠে বাজার বসানো হচ্ছে, যার ফলে বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ।
জানা গেছে, শিয়ালখোওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিয়ালখোওয়া স্কুল অ্যান্ড কলেজ—দুটি প্রতিষ্ঠানে প্রায় ৯০০ শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের একমাত্র খেলার জায়গাটিই এখন হাটে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, গত বছর আন্দোলনের মাধ্যমে তারা মাঠটি হাটমুক্ত করেছিল, কিন্তু এবার আবার হাট বসানো শুরু হয়েছে ১৬ এপ্রিল থেকে।
হাটের ইজারাদার আসাদুল হক হিরু দাবি করেছেন, তার কাছে ইউএনওর কোনো নিষেধাজ্ঞা আসেনি এবং তিনি নিয়ম মেনেই ইজারা নিয়েছেন। তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, “স্কুল মাঠে হাট বসানোর অনুমতি দেওয়া হয়নি। ইতোমধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে, অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাসেম আলী বলেন, “হাটের কারণে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা কিছুই করতে পারছি না।”
জেলা শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত হাট অপসারণে ব্যবস্থা নেওয়া হবে।