আইসিসি নারী টি-টোয়েন্টি দলের হালনাগাদ বার্ষিক র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। শুক্রবার প্রকাশিত এই তালিকায় নবম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড, যাদের রেটিং পয়েন্টে বাংলাদেশকে সামান্য ব্যবধানে পেছনে ফেলে এই অবস্থান দখল করেছে। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ২২০।
২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সময়কালকে বিবেচনায় নিয়ে তৈরি করা এই র্যাংকিংয়ে সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই সময়কালে বাংলাদেশের পারফরম্যান্সে ওঠানামার প্রভাব পড়েছে র্যাংকিংয়ে।
ওয়ানডে র্যাংকিংয়েও একধাপ পিছিয়েছে বাংলাদেশ নারী দল—সপ্তম থেকে নেমে এসেছে অষ্টম স্থানে।
এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান দল থাইল্যান্ড দুই ধাপ এগিয়ে এখন রয়েছে ১১তম স্থানে।
র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া (২৯৯ পয়েন্ট), দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ভারতের রেটিং ২৬০, আর নিউজিল্যান্ড ২৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এই হালনাগাদে চারটি দল—মেক্সিকো, চেক প্রজাতন্ত্র, ওমান ও ঘানা—প্রয়োজনীয় ম্যাচ খেলতে না পারায় তালিকা থেকে বাদ পড়েছে।
নতুন ওয়ানডে চক্রে (২০২৫–২০২৯) যুক্তরাষ্ট্রের জায়গায় ওয়ানডে মর্যাদা পেয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আরও চারটি সহযোগী দেশ—থাইল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডস—ও এই মর্যাদা পেয়েছে।