Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ব্রিটেনে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার অনুমোদন

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের পার্লামেন্ট ফিলিস্তিনপন্থি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। হাউজ অব কমন্সে ৩৮৫ ভোটে পক্ষে ও ২৬ ভোটে বিপক্ষে ভোটাভুটির মাধ্যমে এই প্রস্তাব গৃহীত হয়েছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, সম্প্রতি প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীরা এক সামরিক ঘাঁটিতে ঢুকে দুটি বিমান ক্ষতিগ্রস্ত করে, যা তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে বিবেচিত হয়েছে। নিষিদ্ধ ঘোষণার পর থেকে সংগঠনের সদস্য হওয়া কিংবা এর প্রকাশ্য সমর্থন আইনত অপরাধ হিসেবে গণ্য হবে।

এই সিদ্ধান্তের ফলে প্যালেস্টাইন অ্যাকশনকে ব্রিটিশ আইনে ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদার মতো সন্ত্রাসী সংগঠনের স্তরে আনা হবে। আগামী দিনে এটি পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে উপস্থাপন করা হবে এবং অনুমোদন পেলে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

অন্যদিকে, প্যালেস্টাইন অ্যাকশন এই নিষেধাজ্ঞাকে ‘অন্যায়’ ও ‘ক্ষমতার অপব্যবহার’ বলে আখ্যায়িত করে আদালতে চ্যালেঞ্জ করেছে। শুক্রবার এই বিষয়ে একটি জরুরি শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষজ্ঞরাও ব্রিটেনকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাদের মত, সম্পত্তির ক্ষতি করার কারণে সন্ত্রাসবাদ হিসেবে বিচার করা উচিত নয় যদি তা জীবন বিপন্ন করার উদ্দেশ্যে না করা হয়।

নিষেধাজ্ঞার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় লন্ডনের ডাউনিং স্ট্রিটে শত শত বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। তারা বলছেন, এই নিষেধাজ্ঞা সমস্যা আরও জটিল করে তুলবে এবং গাজার গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_13
সাবান-স্নো নিয়ে বিয়েবাড়িতে তর্ক, বরপক্ষকে আটক
সাবান-স্নো নিয়ে বিয়েবাড়িতে তর্ক, বরপক্ষকে আটক
Dr._khalid
কারাগারে আ.লীগের ৩ এমপির সঙ্গে ধর্ম উপদেষ্টার ছবি: ব্যাখ্যা
কারাগারে আ.লীগের ৩ এমপির সঙ্গে ধর্ম উপদেষ্টার ছবি: ব্যাখ্যা
Screenshot_12
সম্পত্তি লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে ও পুত্রবধূ
সম্পত্তি লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে ও পুত্রবধূ
Screenshot_10
৩৬টি বিয়ের পর ধরা খেলেন ‘সেনা সদস্য’ পরিচয়ে প্রতারক
৩৬টি বিয়ের পর ধরা খেলেন ‘সেনা সদস্য’ পরিচয়ে প্রতারক
392672
"আমরা বিএনপির নয়, চাঁদাবাজি-সিন্ডিকেটের বিরোধী" — সিলেটে নাসির উদ্দিন পাটওয়ারী
“আমরা বিএনপির নয়, চাঁদাবাজি-সিন্ডিকেটের বিরোধী” — সিলেটে নাসির উদ্দিন পাটওয়ারী
162884
সিলেট হবে এনসিপির অন্যতম শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
সিলেট হবে এনসিপির অন্যতম শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম

সম্পর্কিত খবর