যুক্তরাজ্যে সরকারি তদন্তের পর অক্সফোর্ড বিজনেস কলেজে নতুন শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ফাইন্যান্স বন্ধ করে দিয়েছে সরকার।
শিক্ষা সচিব ব্রিজেট ফিলিপসন জানিয়েছেন, কলেজটিতে ছাত্র ভর্তি, ক্লাসে উপস্থিতি ও যোগ্যতা যাচাইয়ের নিয়ম ঠিকভাবে মানা হয়নি। অনেকে কোনো পড়াশোনার উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র ঋণ নেওয়ার জন্য ভর্তি হচ্ছিল। এতে সরকারের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে।
এই কলেজটি নিজে কোনো বিশ্ববিদ্যালয় নয়। তবে তারা ইংল্যান্ডের কিছু বিশ্ববিদ্যালয়ের কোর্স চালায়। এই ব্যবস্থাকে বলা হয় “ফ্র্যাঞ্চাইজড” – যেখানে ছোট কলেজগুলো বড় বিশ্ববিদ্যালয়ের কোর্স পড়ায়।
সরকার বলছে, তারা দেখতে পেয়েছে কলেজটি ছাত্রদের ঠিকভাবে যাচাই করছে না—বিশেষ করে ইংরেজি ভাষার দক্ষতা দেখা হচ্ছে না, আর ছাত্ররা ক্লাসে ঠিকমতো আসছেও না।
এই কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে নতুন কোনো শিক্ষার্থী এই কলেজে ভর্তি হলেও তারা ছাত্র ঋণ বা স্টুডেন্ট ফাইন্যান্স পাবে না।
অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষ বলেছে, তাদের বিরুদ্ধে কোনো ভুল কাজের প্রমাণ মেলেনি। তারা সরকারের এই সিদ্ধান্তকে “বেআইনি” বলে আদালতে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে।
বর্তমানে যারা কলেজে পড়ছে, তারা এই বছর শেষ পর্যন্ত টিউশন ফি ও জীবনের খরচ বাবদ ঋণ পাবে, যদি তারা সত্যিই পড়াশোনা করছে।
শিক্ষা সচিব আরও বলেন, “আমরা চাই যারা সত্যিই পড়াশোনা করতে চায়, তারাই যেন এই অর্থসাহায্য পায়। যারা শুধু ঋণের জন্য ভর্তি হয়, তাদের জন্য এই সহায়তা আর থাকবে না।”