স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস আয়োজন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে ঢাকা–পাবনা মহাসড়কে বসে এক ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ এ কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠার আট বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস হয়নি। এখনও ভাড়া করা ভবনে চরম অসুবিধার মধ্যে চলছে শিক্ষা কার্যক্রম। তাদের দাবি, সাত দফায় সংশোধনের মাধ্যমে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প বাজেট কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনা হলেও তা এখনো একনেক সভার এজেন্ডায় ওঠেনি। ফলে প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া ঝুলে আছে।
আন্দোলনকারীদের ভাষ্য, “বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমন অবহেলা অবিচার ছাড়া কিছু নয়। আমরা শুধু আশ্বাসই পেয়ে এসেছি, কাজের কাজ কিছুই হয়নি। এবার অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
তারা আরও বলেন, একনেক সভার সদস্যরা প্রকল্প অনুমোদনে একমত হলেও উপদেষ্টা রিজওয়ানা হাসান প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শনের কথা বলেন। তিনি সেই অনুযায়ী প্রতিবেদনও জমা দেন, কিন্তু তারপরও একাধিক একনেক সভা পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটি আলোচনায় আসেনি।
প্রতীকী ক্লাসে অংশ নিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, সমাজবিজ্ঞান বিভাগের রায়হান ও জাকারিয়া, এবং অর্থনীতি বিভাগের সুজানা প্রমুখ।
এদিকে, মহাসড়কে এ কর্মসূচির কারণে পাবনার সঙ্গে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়াসহ উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ এক ঘণ্টার জন্য বন্ধ হয়ে পড়ে। পরে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।