দেশে অনলাইন জুয়া আশঙ্কাজনক হারে বাড়ছে—এমন প্রেক্ষাপটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার। এরই মধ্যে এক হাজারের বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট চিহ্নিত করে সেগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।
২৬ মে (সোমবার) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, জুয়ার বিজ্ঞাপন প্রচার বা অংশগ্রহণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো নাগরিক, সেলিব্রেটি বা পেশাজীবীর ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার হলে, তাদের আইনের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নতুন প্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী, জুয়ার ওয়েবসাইট বা অ্যাপ চালানো, তাতে অংশ নেওয়া, সহায়তা করা কিংবা বিজ্ঞাপন দেওয়া—সবই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই আইনে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ড হতে পারে।
সরকার জানায়, অনলাইন জুয়ায় জড়িত এজেন্ট, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্ট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মিডিয়া বায়ার এবং বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে, জুয়া সংক্রান্ত অ্যাকাউন্ট বা লেনদেন সম্পর্কে কোনো তথ্য থাকলে তা notify@ncsa.gov.bd ঠিকানায় দ্রুত জানাতে বলা হয়েছে।
সরকার অনলাইন জুয়াকে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে এ বিষয়ে সর্বোচ্চ জনসচেতনতা ও সহযোগিতা কামনা করেছে।