সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়। বেলা সাড়ে ১১টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে পরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নতুন ভবনের সামনে জড়ো হন।
বিক্ষোভের ফলে সচিবালয় কার্যত অচল হয়ে পড়েছে। কাজ ফেলে নেমে আসা কর্মচারীরা আন্দোলনে অংশ নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয়ের ভেতরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বাইরে পুলিশের পাশাপাশি সোয়াত টিমও দায়িত্ব পালন করছে।
সচিবালয়ে বিশৃঙ্খলা রোধে মঙ্গলবার সকাল থেকেই দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে, যেখানে চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের জন্য বিভাগীয় মামলা ছাড়াই কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে।
কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে এতবড় সংখ্যায় দলমত নির্বিশেষে একত্রিত হওয়ার নজির বিরল। তারা এককফভাবে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে রয়েছে।