Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

তথ্য সন্ত্রাসীদের ষড়যন্ত্রের শিকার গোয়াইনঘাটের সাংবাদিক মনজুর

ডেস্ক সংবাদ

গোয়াইনঘাটের খ্যাতনামা সাংবাদিক ও সমাজসেবক মনজুর আহমদ সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহলের অপপ্রচারের শিকার হয়েছেন। ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে তাঁর সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠার সঙ্গে যুক্ত থাকা মনজুর আহমদ বর্তমানে দৈনিক আমার দেশ এবং দৈনিক সিলেটের ডাক-এর গোয়াইনঘাট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে প্রদর্শক এবং বাংলাদেশ কম্পিউটার শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। এছাড়া তিনি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘স্কর্লাস একাডেমি’র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় গোয়াইনঘাট প্রেসক্লাব এবং রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই অপপ্রচার শুধু মনজুর আহমদের ব্যক্তিগত ক্ষতি নয়, এটি গোয়াইনঘাটের সাংবাদিকতা, শিক্ষা এবং সামাজিক অগ্রগতির বিরুদ্ধেও একটি গভীর ষড়যন্ত্র।” তারা আরও বলেন, “তথ্য সন্ত্রাসীদের এই হীন অপচেষ্টা কোনভাবেই মেনে নেওয়া হবে না।”

প্রেসক্লাব নেতৃবৃন্দ তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা জানান, সকল সাংবাদিক ঐক্যবদ্ধভাবে এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে।

সচেতন নাগরিক সমাজও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_29
সময়মতো কর না দিলে £১,৬০০ পর্যন্ত জরিমানা ও সুদ – যুক্তরাজ্যে HMRC কড়া হুঁশিয়ারি
সময়মতো কর না দিলে £১,৬০০ পর্যন্ত জরিমানা ও সুদ – যুক্তরাজ্যে HMRC কড়া হুঁশিয়ারি
Screenshot_27
যুক্তরাজ্যে হাই স্ট্রিটে নতুন উদ্যোম: ক্যাফে ও বারের অনুমোদন প্রক্রিয়া সহজ করছে সরকার
যুক্তরাজ্যে হাই স্ট্রিটে নতুন উদ্যোম: ক্যাফে ও বারের অনুমোদন প্রক্রিয়া সহজ করছে সরকার
Screenshot_26
যুক্তরাজ্যে শরিয়াহ আইনভিত্তিক চাকরির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক
যুক্তরাজ্যে শরিয়াহ আইনভিত্তিক চাকরির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক
Screenshot_25
যুক্তরাজ্যে ফুটপাথে ডাস্টবিন ফেলে রাখলে £৮০ পর্যন্ত জরিমানা
যুক্তরাজ্যে ফুটপাথে ডাস্টবিন ফেলে রাখলে £৮০ পর্যন্ত জরিমানা
New Project
নকল হালাল মাংস বিক্রির দায়ে একজনের কারাদণ্ড
নকল হালাল মাংস বিক্রির দায়ে একজনের কারাদণ্ড
Screenshot_23
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস

সম্পর্কিত খবর