যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই গাজায় ইসরায়েলি হামলা
যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) চুক্তি ঘোষণার পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ইসরায়েলি বাহিনীর আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন ফিলিস্তিনি।
সবচেয়ে ভয়াবহ হামলা হয় রেদওয়ান এলাকায়, যেখানে নিহত হয়েছেন ২০ জন। খান ইউনিসের কিজান রাশওয়ান এলাকাতেও ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন আরও দুজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০২৩ সালের অক্টোবরে হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে ইসরায়েল ও গাজা অঞ্চলে সংঘাত অব্যাহত রয়েছে। হামাসের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪৬ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১০ হাজারের বেশি আহত হয়েছেন।
যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করছে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে জানান, ১৯ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। চুক্তির প্রথম ধাপে হামাস ৩৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে নারী, শিশু ও ৫০ বছরের বেশি বয়সী পুরুষ রয়েছেন।
এই যুদ্ধবিরতি বাস্তবায়ন কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়েছে। তবে গাজায় মানবিক পরিস্থিতি আরও অবনতি হওয়া ঠেকাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।