Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু

ডেস্ক সংবাদ

সিলেটের গোলাপগঞ্জে কয়েকদিনের টানা ভারি বর্ষণে টিলা ধসে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাদের দুই সন্তান।
শনিবার (৩১ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন: বখতিয়ারঘাট গ্রামের মৃত আসিদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৫), তার স্ত্রী রহিমা বেগম (৪০), কন্যা সামিয়া (১৪) ও পুত্র আলী আব্বাস (৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াজ উদ্দিনের বাড়িটি ছিল একটি উঁচু টিলার পাদদেশে। গভীর রাতে প্রবল বৃষ্টির সময় হঠাৎ টিলা ধসে পড়ে তাদের ঘরের ওপর। ঘুমন্ত অবস্থায় পরিবারের সবাই মাটির নিচে চাপা পড়ে যান। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে উদ্ধারের চেষ্টা করলেও প্রবল বৃষ্টির কারণে সফল হননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন এসে দীর্ঘ চেষ্টায় চারজনের মরদেহ উদ্ধার করে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, “টানা বৃষ্টির কারণে টিলা ধসে এই মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে জানাজার আয়োজন করা হয়।”

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আশপাশের ঝুঁকিপূর্ণ বসতিতে বসবাসরত কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে টিলাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, একসাথে একটি পরিবারের চারজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতি বছর বর্ষাকালে টিলা ধসের আশঙ্কা থাকলেও এবারের প্রাণহানি সবাইকে আতঙ্কিত করে তুলেছে। তারা দ্রুত টিলা এলাকার স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

1755002261-610624d169cfed9f0e345e1457f04011
আত্মহত্যার স্ট্যাটাসের পর নতুন সিদ্ধান্ত হিরো আলমের
আত্মহত্যার স্ট্যাটাসের পর নতুন সিদ্ধান্ত হিরো আলমের
sw_58.1755061043
ছিনতাই রুখতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
ছিনতাই রুখতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
sada-pathor-20250812173905
কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর?
কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর?
Screenshot_3
লন্ডনে দেশি সবজি চাষে সাফল্য, কোটিপতির পথে তিন বাংলাদেশি তরুণ
লন্ডনে দেশি সবজি চাষে সাফল্য, কোটিপতির পথে তিন বাংলাদেশি তরুণ
Screenshot_2
বার্মিংহামে নিকাব পরে গুলি চালানোর চেষ্টা
বার্মিংহামে নিকাব পরে গুলি চালানোর চেষ্টা
Screenshot_1
ভিসা বাতিল, যুক্তরাজ্য ছাড়ার নির্দেশে চ্যালেঞ্জ ব্রিটিশ এয়ারওয়েজের প্রাক্তন কেবিন ক্রুর
ভিসা বাতিল, যুক্তরাজ্য ছাড়ার নির্দেশে চ্যালেঞ্জ ব্রিটিশ এয়ারওয়েজের প্রাক্তন কেবিন ক্রুর

সম্পর্কিত খবর