Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত

ডেস্ক সংবাদ

সিলেটে টানা ভারি বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের সৃষ্টি হয়েছে। নগরীর একাধিক এলাকা পানিতে তলিয়ে গেছে, যার ফলে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পানি ঢুকে চরম ভোগান্তির মুখে পড়েছে মানুষ।

সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় বড় ধরনের বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

জরুরি প্রস্তুতি:
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার ৫৮২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া সিলেট সিটি করপোরেশন জলাবদ্ধতা নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম চালু করেছে।

জলাবদ্ধ এলাকা:
শনিবার (৩১ মে) দুপুর পর্যন্ত নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, মেজরটিলা, শাহপরাণ, রিকাবিবাজার, বাগবাড়ী ও কালিঘাটসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজ ভবনের নিচতলায় পানি ওঠায় স্বাস্থ্যসেবা কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।

আবহাওয়া ও পানি পরিস্থিতি:
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৩২ মিলিমিটার এবং শনিবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্লাবিত এলাকা ও যান চলাচল:
গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বেশ কিছু নিচু এলাকা ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। অনেক সড়ক-মহাসড়কে পানি উঠে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

প্রশাসনের অবস্থান:
জেলা প্রশাসক মো. শের মোহাম্মদ মাহবুব মুরাদ জানিয়েছেন, “এখনও কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তবে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

1755002261-610624d169cfed9f0e345e1457f04011
আত্মহত্যার স্ট্যাটাসের পর নতুন সিদ্ধান্ত হিরো আলমের
আত্মহত্যার স্ট্যাটাসের পর নতুন সিদ্ধান্ত হিরো আলমের
sw_58.1755061043
ছিনতাই রুখতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
ছিনতাই রুখতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
sada-pathor-20250812173905
কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর?
কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর?
Screenshot_3
লন্ডনে দেশি সবজি চাষে সাফল্য, কোটিপতির পথে তিন বাংলাদেশি তরুণ
লন্ডনে দেশি সবজি চাষে সাফল্য, কোটিপতির পথে তিন বাংলাদেশি তরুণ
Screenshot_2
বার্মিংহামে নিকাব পরে গুলি চালানোর চেষ্টা
বার্মিংহামে নিকাব পরে গুলি চালানোর চেষ্টা
Screenshot_1
ভিসা বাতিল, যুক্তরাজ্য ছাড়ার নির্দেশে চ্যালেঞ্জ ব্রিটিশ এয়ারওয়েজের প্রাক্তন কেবিন ক্রুর
ভিসা বাতিল, যুক্তরাজ্য ছাড়ার নির্দেশে চ্যালেঞ্জ ব্রিটিশ এয়ারওয়েজের প্রাক্তন কেবিন ক্রুর

সম্পর্কিত খবর