দেশব্যাপী ইন্টারনেট ব্যবহারের ব্যয় কমাতে তিনটি স্তরে ইন্টারনেট মূল্য হ্রাসের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় আইসিটি এবং আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (IIG) পর্যায়ে ১০ শতাংশ এবং ন্যাশনাল ট্রান্সমিশন স্তরে ১৫ শতাংশ পর্যন্ত মূল্য হ্রাস করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান। এতে বলা হয়, ফাইবার অ্যাট হোম ম্যানেজমেন্ট ইতোমধ্যে মূল্য হ্রাসের এ ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দেশের তিনটি বেসরকারি মোবাইল অপারেটরকেও ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানিয়েছে সরকার।
তাইয়েব আহমেদ জানান, এরইমধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি (BSCCL) আইআইজি ও আইএসপি পর্যায়ে ১০ শতাংশ এবং পাইকারি গ্রাহকদের জন্য আরও অতিরিক্ত ১০ শতাংশ—মোট ২০ শতাংশ মূল্য কমিয়েছে।
তিনি বলেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন পাঁচশ’ টাকায় ১০ এমবিপিএস স্পিড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা আগের তুলনায় দ্বিগুণ গতি।
সরকারি নীতিগত সহায়তা হিসেবে মোবাইল অপারেটরদের DWDM ও ডার্ক ফাইবার সুবিধা দেওয়া হয়েছে উল্লেখ করে ফাইজ তাইয়েব বলেন, এখন আর মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেটের দাম না কমানোর কোনো যৌক্তিকতা নেই।
তিনি আরও আশা প্রকাশ করেন, চলমান মূল্যস্ফীতি মোকাবিলায় মোবাইল ইন্টারনেটের দাম কমানোর এই উদ্যোগ সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ কিছুটা হলেও হ্রাস করবে।
সরকার আশা করছে, তিনটি বেসরকারি মোবাইল অপারেটর খুব শিগগিরই যৌক্তিকভাবে মোবাইল ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দেবে।