Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পাঁচমাস মাস ধরে বন্ধ ১৯ স্বাস্থ্যকর্মীর বেতন!

পাঁচমাস মাস ধরে বন্ধ ১৯ স্বাস্থ্যকর্মীর বেতন!
ডেস্ক সংবাদ

বিগত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৯ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) স্বাস্থ্যকর্মী। বেতন বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এতে হতাশা সৃষ্টি হয়েছে স্বাস্থ্যকর্মীদের মাঝে।
জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নে ১৯টি কমিউনিটি ক্লিনিকে ১৯ জন হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত আছেন। তারা চলতি বছরের জুলাই মাস থেকে বেতন-ভাতা পাচ্ছেন না। গত আগস্ট মাসে চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে ঢাকায় আন্দোলন করে সিএইচসিপিরা। স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উন্নয়ন খাত থেকে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর জটিলতার কারণে বেতন বন্ধ আছে সিএইচসিপিদের। বেতন বন্ধ থাকায় পরিবার নিয়ে চরম অর্থ কষ্টে ভুগছেন কর্মরত স্বাস্থ্যকর্মীরা।
তোয়াকুল ইউনিয়নের পূর্ব পেকেরখাল কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার অদথ্য দাস বলেন, ‘আমরা প্রান্তিক পর্যায়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি। অথচ অর্থ কষ্টে ভুগছি আমরা। বেতন-ভাতা বন্ধ থাকায় পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছি।’
নন্দিরগাঁও ইউনিয়নের কচুয়ারপার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সোহেল আহমদ বলেন, ‘পাঁচ মাস নিয়মিত কাজ করেও বেতন পাচ্ছি না। সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। কবে বেতন পাব, তাও অনিশ্চিত। দ্রুত বকেয়া বেতনসহ সরকারি সুযোগ-সুবিধা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছি।’
গোয়াইনঘাট উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের হান্নান সিদ্দিকী বলেন, ‘উন্নয়ন খাত থেকে চাকরি রাজস্ব খাতে যেতে স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের সচিব কমিটির অনুমোদন প্রয়োজন। যা গত পাঁচ মাসেও হয়নি। যে কারণে আমরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছি।’
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহআলম স্বপন বলেন, ‘শুধু গোয়াইনঘাট উপজেলায় নয়, সারাদেশে সিএইচসিপিদের বেতন বন্ধ রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

AMARDESH_BIMAN
শাহজালাল বিমানবন্দর থেকে ১০টি টায়ার ‘চুরি’,
শাহজালাল বিমানবন্দর থেকে ১০টি টায়ার ‘চুরি’,
d1ec6bd14659932313f88d9571363743dc7b887e63f52ea5
কাবা চত্বরে ভিড় নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা
কাবা চত্বরে ভিড় নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা
image_215449_1755764193
ফুটবল ম্যাচে সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ১০, গ্রেপ্তার ৩০০
ফুটবল ম্যাচে সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ১০, গ্রেপ্তার ৩০০
amardesh_police_monirul_ctg
ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
amardesh-habigonj
যুক্তরাজ্য প্রবাসীর সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ
যুক্তরাজ্য প্রবাসীর সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ
image
সিলেটে প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ রাউন্ড গুলি ও রিভলভার উদ্ধার
সিলেটে প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ রাউন্ড গুলি ও রিভলভার উদ্ধার

সম্পর্কিত খবর