Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে ইসলামিক সামার ক্যাম্পে শিশুদের ‘জিহাদি চেতনায়’ গড়ার অভিযোগে বিতর্ক

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের হ্যার্টফোর্ডশায়ারে আয়োজিত একটি ইসলামিক সামার ক্যাম্পকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ‘ক্যাম্প উইলায়াহ’ নামের এই চারদিনের ক্যাম্পটি পরিচালনা করছে লন্ডনভিত্তিক ইসলামিক সংগঠন Ahulul Bayt Islamic Mission (AIM)—যাদের বিরুদ্ধে ইরানপন্থী মতাদর্শ ছড়ানোর অভিযোগ রয়েছে।

৯–১৪ বছর বয়সী শিশুদের জন্য আয়োজিত এই ক্যাম্পে রয়েছে পাহাড়ে ওঠা, অ্যাবসেইলিং, ইসলামিক আলোচনা এবং মেয়েদের জন্য বাধ্যতামূলক হিজাব। ছেলে-মেয়েদের কার্যক্রম পৃথক রাখা হচ্ছে।

তবে AIM-এর আগের কার্যক্রম এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি ও ভিডিওকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে। এতে দেখা গেছে, শিশুরা ফিলিস্তিনি পতাকা ও তরমুজের প্রতীক এঁকেছে, যা হামাসের প্রতীক বা ৭ অক্টোবর হামলার সঙ্গে যুক্ত প্যারাগ্লাইডারদের স্মরণ করিয়ে দেয় বলে অভিযোগ তুলেছে সমালোচকরা।

আইনজীবী সংগঠন UK Lawyers for Israel (UKLFI) ক্যাম্পটিকে “চরমপন্থী আদর্শের নার্সারি” হিসেবে আখ্যায়িত করেছে এবং ব্রেন্ট ও হ্যার্টফোর্ডশায়ার কাউন্সিলকে এটি বন্ধের আহ্বান জানিয়েছে।

সাবেক উগ্রপন্থা-বিষয়ক উপদেষ্টা লর্ড ওয়ালনি বলেন, “এই ক্যাম্প শিশুদের মস্তিষ্কে ইরানি ধর্মতন্ত্র ঢুকিয়ে দিচ্ছে।” ছায়া বিচারমন্ত্রী রবার্ট জেনরিক বলেন, “এ ধরনের ক্যাম্প নিষিদ্ধ হওয়া উচিত।”

AIM অতীতে সামাজিক মাধ্যমে হামাসের সহিংসতা সমর্থন করেছে এবং ইসরায়েল বিরোধী বক্তব্য ছড়িয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় তারা ইসরায়েলি নাগরিকদের নিয়েই দায় চাপায়। তাদের প্রচারিত ভিডিওতে ইসরায়েলকে “শিশু হত্যাকারী রাষ্ট্র”, এবং ইহুদিদের “দখলদার” বলা হয়েছে।

২০১৭ সালের ক্যাম্পে অংশ নিয়েছিলেন AIM-এর এক ঘনিষ্ঠ ধর্মীয় নেতা, যিনি ইউরোপে ইহুদি নিপীড়নকে “যথার্থ” বলে মন্তব্য করেছিলেন।

ব্রেন্ট ও হ্যার্টফোর্ডশায়ার কাউন্সিল জানায়, তারা বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্প বন্ধের দাবিতে চাপ বাড়ছে, বিশেষ করে যখন পার্লামেন্টের গোয়েন্দা ও নিরাপত্তা কমিটির সাম্প্রতিক প্রতিবেদনে ইরানকে যুক্তরাজ্যের জন্য “রাশিয়ার সমান বিপজ্জনক হুমকি” হিসেবে চিহ্নিত করা হয়েছে।

AIM অবশ্য দাবি করছে, তারা কোনো বিদেশি শক্তির প্রতিনিধিত্ব করে না বরং লেভান্ট অঞ্চলের নিপীড়িতদের হয়ে “জায়নিস্ট নিপীড়নের” বিরুদ্ধে সোচ্চার।

Print
Email

সর্বশেষ সংবাদ

GettyImages-696622564-674ca3ef12af48cf85d27874dc7cc263
বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ: ব্রিটিশ পাউন্ড শীর্ষ তিনে নেই
বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ: ব্রিটিশ পাউন্ড শীর্ষ তিনে নেই
Screenshot_25
নর্থাম্বারল্যান্ডে বাড়ছে প্রবীণদের সংখ্যা, কমছে শিশুর
নর্থাম্বারল্যান্ডে বাড়ছে প্রবীণদের সংখ্যা, কমছে শিশুর
81768281-l
ব্রিটেনে পারিবারিক কলহ নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ
ব্রিটেনে পারিবারিক কলহ নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ
1000264292-f43899b4e58a2ed4f0815fc7be87f3ee
যুক্তরাজ্যে করবিনের নতুন দলের যাত্রার আগেই নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব
যুক্তরাজ্যে করবিনের নতুন দলের যাত্রার আগেই নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব
Screenshot_24
লন্ডন ও ম্যানচেস্টারে শরণার্থী ইস্যুতে মুখোমুখি পাল্টা বিক্ষোভ
লন্ডন ও ম্যানচেস্টারে শরণার্থী ইস্যুতে মুখোমুখি পাল্টা বিক্ষোভ
valo-sobi-2-20180920132203
শুধু ছবি তুলতে গিয়ে দেশ ছেড়ে বিদেশে দুই কিশোর
শুধু ছবি তুলতে গিয়ে দেশ ছেড়ে বিদেশে দুই কিশোর

সম্পর্কিত খবর