Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যেভাবে বুঝবেন, আপনার ওপর কোরবানি ওয়াজিব কিনা

ডেস্ক সংবাদ

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে কোরবানির বিষয়ে নানা প্রস্তুতি শুরু হয়েছে। তবে অনেকেই দ্বিধায় রয়েছেন—তাদের ওপর কোরবানি আদায় ওয়াজিব কি না। ইসলামী শরিয়তের আলোকে বলা হয়েছে, নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ হলে কোরবানি একজন মুসলিমের ওপর ফরজ না হলেও ওয়াজিব হয়ে যায়।

ধর্মীয় বিশেষজ্ঞরা বলছেন, কোরবানি এমন একটি ইবাদত, যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি ইবরাহিমী আত্মত্যাগের চেতনা জাগ্রত হয়। এটি কেবল পশু জবাই নয়, বরং আল্লাহর জন্য সম্পদ উৎসর্গ করার এক মহান অনুশীলন।

ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং ঈদুল আজহার সময়সীমার মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, তার ওপর কোরবানি করা ওয়াজিব। এখানে নেসাব বলতে বোঝায়, সাড়ে সাত ভরি স্বর্ণ, সাড়ে বায়ান্ন ভরি রূপা, কিংবা এর সমমূল্যের টাকা বা সম্পদের মালিক হওয়া।

শুধু স্বর্ণ-রূপাই নয়, কোরবানির নেসাব নির্ধারণে প্রয়োজনের অতিরিক্ত জমি, অলঙ্কার, ব্যবসায়িক পণ্য বা অপ্রয়োজনীয় আসবাবপত্রও হিসাবযোগ্য বলে উল্লেখ করেছেন ফিকহবিদরা।

ধর্মীয় সূত্রে জানা যায়, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মদিনায় অবস্থানকালে টানা দশ বছর কোরবানি করেছেন। এক হাদিসে তিনি বলেন, “যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।” (ইবনে মাজাহ)

কোরআনেও কোরবানির গুরুত্ব স্পষ্ট করে বলা হয়েছে। সূরা আনআমে ইরশাদ হয়েছে, “বল, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও মৃত্যু—all for Allah, the Lord of the worlds।” (আয়াত: ১৬২)

একান্নবর্তী পরিবারের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। পরিবারের একাধিক সদস্য যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে প্রত্যেকের ওপর আলাদাভাবে কোরবানি ওয়াজিব হবে। একটি পশু দিয়ে পরিবারের সব সদস্যের কোরবানি আদায় হবে না। সে ক্ষেত্রে পৃথক পশু অথবা বড় পশুতে পৃথক পৃথক অংশ নিতে হবে।

ধর্মীয় গবেষকরা মনে করেন, কোরবানির মাধ্যমে একজন মুসলিম আত্মনিবেদন ও ত্যাগের যে শিক্ষা গ্রহণ করেন, তা তার জীবনের অন্যান্য দিকেও প্রভাব ফেলে। আর সেই শিক্ষার আলোয় সমাজ ও পরিবারেও জাগে কল্যাণ ও সহমর্মিতা।

Print
Email

সর্বশেষ সংবাদ

2e3f85356402c0a410222b8b2ba908fd335e678053e26a69
১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শতভাগ পাস কমেছে নাটকীয়ভাবে
১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শতভাগ পাস কমেছে নাটকীয়ভাবে
untitled-11-1715492850
সিলেট বোর্ডে এসএসসির পাসের হার ৬৮.৫৭%
সিলেট বোর্ডে এসএসসির পাসের হার ৬৮.৫৭%
Screenshot_7
কিশোর-কিশোরীরা নিজেরাই কমাচ্ছে স্মার্টফোন ব্যবহার, মানসিক সুস্থতার জন্য নিচ্ছে বিরতি
কিশোর-কিশোরীরা নিজেরাই কমাচ্ছে স্মার্টফোন ব্যবহার, মানসিক সুস্থতার জন্য নিচ্ছে বিরতি
Screenshot_6
ফুলটাইম চাকরির চেয়ে অসুস্থতা ভাতাপ্রাপ্ত অনেক বেকার বছরে £২,৫০০ বেশি আয় করেন
ফুলটাইম চাকরির চেয়ে অসুস্থতা ভাতাপ্রাপ্ত অনেক বেকার বছরে £২,৫০০ বেশি আয় করেন
Screenshot_1
আশ্রয়প্রার্থীদের ব্রিটেনে কাজ করার অধিকার দিন: পিট উইনস্ট্যানলি
আশ্রয়প্রার্থীদের ব্রিটেনে কাজ করার অধিকার দিন: পিট উইনস্ট্যানলি
Screenshot_2
ইংল্যান্ডের আবাসিক ডাক্তাররা ২৫ জুলাই থেকে পাঁচ দিনের ধর্মঘটের ঘোষণা দিলেন
ইংল্যান্ডের আবাসিক ডাক্তাররা ২৫ জুলাই থেকে পাঁচ দিনের ধর্মঘটের ঘোষণা দিলেন

সম্পর্কিত খবর