Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শিরোনাম:

সাহেবের বাজারে প্রশাসনের উচ্ছেদ অভিযান

ডেস্ক সংবাদ

সিলেট সদর উপজেলার সাহেবের বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে উচ্ছেদ অভিযানে ১টি পাকা দোকান ও বেশ কয়কটি টিনসেটের অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়। অভিযানটি বিকালে শুরু হয়ে চলে রাত সাড়ে ৬টা পর্যন্ত।
সাহেবের বাজারের ভিতরে খোলাবাজারে সরকারি জায়গার উপর রাতের আঁধারে পাকা করে ১টি দোকান ঘর নির্মান করেন ফরিংউরা গ্রামের বাচ্চু মিয়া। বাজারের ভিতরে প্রবেশের চলাচলের রাস্তার উপর তিনি পাকা করে দোকান ঘর তৈরি করেন।
পাকা দোকান ঘর তৈরি না করতে বাচ্চু মিয়াকে কয়েক দফা সরকারি নিষেধ দেওয়া হলেও তিনি তা পাত্তা দেননি। পরে বিষয়টি নিয়ে সাহেবের বাজারের ইজারাদার ও ব্যবসায়ী সমিতির আবেদনের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলাম উপস্থিত থেকে খোলাবাজারের উপর নির্মিত পাকা দোকান শ্রমিক দিয়ে ভেঙ্গে ফেলা হয়।
পরে বাজারের ভিতরে খোলাবাজারের জায়গার উপর দখল হওয়া সবকয়টি টিনসেটের অস্থায়ী দোকান আগামী ৩ দিনের মধ্যে ভেঙ্গে দিতে নির্দেশ দেওয়া হয়। বিষয়টি তদারকির জন্য বাজারের ইজারাদার ও ব্যবসায়ী সমিতিকে দায়িত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলাম বলেন, সরকারি প্রতিটি বাজার ২ ভাগে ভাগ করা হয়। চান্দিনা ভিট দোকান ও খোলাবাজার বা তোহাবাজার। খোলাবাজার এর উপর কেউ কোনো ধরনের স্থায়ী কাঠামো তৈরি করতে পারবেন না। শুধুমাত্র বাজারের ফেরিফেরি ভুক্ত ম্যাপ অনুযায়ী যতগুলো চান্দিনা ভিট আছে। ততগুলো দোকান সরকারি ভাবে বন্দোবস্ত দেওয়া হয়। এই বাজারের ভিতর অশং তোহাবাজার বা খোলাবাজার রয়েছে। এ খোলাবাজারে অনেক মানুষ টিনসেট দিয়ে ছোট ছোট করে অস্থায়ী কাঠামো তৈরি করেছেন। এসব অস্থায়ী কাঠামো আগামী ৩ দিনের মধ্যে খোলাবাজারের উপর থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছি। যদি কেউ সরকারি আদেশ অমান্য করে তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নিব।
এ দিকে দীর্ঘদিন পর সাহেবের বাজারে উচ্ছেদ অভিযানে খুশি এলাকাবাসী, তারা জানান বাজারের সরকারি জায়গা বিভিন্ন ভাবে মানুষ দখল করতে চায়। সঠিক সময়ে এ অভিযান পরিচালনা করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এ বিষয়ে সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলাম জানান, সাহেবের বাজারে সরকারি ভূমির উপর এক ব্যক্তি একটি পাকা দোকান তৈরি করেন। এটি চলাচলের রাস্তা ও টুল বাজারের জায়গা হওয়ায় দোকানটি ভেঙ্গে দিয়েছি। তোহাবাজারে কোন অবস্থাতেই স্থায়ী কাঠামো করা যাবে না, কেউ আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। এ বাজারের আরো বেশকিছু সমস্যা রয়েছে। বাজারের ইজারাদার ও ব্যবসায়ী সমিতির সাথে কথা বলেছি। তাদেরকে দায়িত্ব দিয়েছি বিষয়টি সমাধানের জন্য।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

wmremove-transformed
সিলেটে রানিং স্টাফদের কর্মবিরতি: ট্রেন চলাচল বন্ধে যাত্রীদের দুর্ভোগ
সিলেটে রানিং স্টাফদের কর্মবিরতি: ট্রেন চলাচল বন্ধে যাত্রীদের দুর্ভোগ
f689d7f4360327bf6774b8bf887808f295b17222e134c2f4
শাটডাউন কর্মসূচিতে তিতুমীরের শিক্ষার্থীরা, ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি
শাটডাউন কর্মসূচিতে তিতুমীরের শিক্ষার্থীরা, ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি
4efd3f0adeab04d1ca10fd30a3416505729f8c1fe7846acd
চলন্ত ট্রেনে নামাজ আদায়ের নিয়ম
চলন্ত ট্রেনে নামাজ আদায়ের নিয়ম
4c73d296ed4bf7984396ca6ffe5094e1c8bd6a77d86e39d2
রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৭ দাবি জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের
রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৭ দাবি জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের
72f7daf567e8277e78f8c2d46ece53dfab50a80476b4a82f
নতুন দায়িত্বে মিথিলা
নতুন দায়িত্বে মিথিলা
4b2a3b242e02ef74de81193f05fedef5d5d756d3e73e5d1d
পারিশ্রমিক বাকি রাখা রাজশাহীর মালিক বললেন, আমরা সবসময় বোনাস দেই
পারিশ্রমিক বাকি রাখা রাজশাহীর মালিক বললেন, আমরা সবসময় বোনাস দেই

সম্পর্কিত খবর