চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৫৭ শতাংশ। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর সিলেট বোর্ডে মোট রেজিস্ট্রেশন করেছিল ১ লাখ ৩ হাজার ১৩ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২ হাজার ২১৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭০ হাজার ৯১ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করেন সিলেট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৭৯১ জন ছেলে এবং ১ হাজার ৮২৩ জন মেয়ে।
লিঙ্গভিত্তিক ফলাফল:
-
ছেলে:
রেজিস্ট্রেশন: ৪২,০৪৭
পরীক্ষার্থী: ৪১,৮০৪
উত্তীর্ণ: ২৮,৬৮৪ -
মেয়ে:
রেজিস্ট্রেশন: ৬০,৯৬৬
পরীক্ষার্থী: ৬০,৪১৫
উত্তীর্ণ: ৪১,৪০৭
বিভাগভিত্তিক ফলাফল:
-
বিজ্ঞান বিভাগ:
পরীক্ষার্থী: ২৩,৮০৫
উত্তীর্ণ: ১৮,৪৪২
পাসের হার: ৭৭.৪৭%
জিপিএ-৫: ৩,৪১১ (ছেলে: ১,৭৪১ | মেয়ে: ১,৬৭০) -
মানবিক বিভাগ:
পরীক্ষার্থী: ৭০,৯৭৪
উত্তীর্ণ: ৪৫,৯২৪
পাসের হার: ৬৪.৭১%
জিপিএ-৫: ১০৯ (ছেলে: ২২ | মেয়ে: ৮৭) -
ব্যবসায় শিক্ষা বিভাগ:
পরীক্ষার্থী: ৭,৪৪০
উত্তীর্ণ: ৫,৭৩৩
পাসের হার: ৭৬.৯৫%
জিপিএ-৫: ৯৪ (ছেলে: ২৮ | মেয়ে: ৬৬)
তবে বোর্ডের আরও একটি পরিসংখ্যানে ভিন্ন সংখ্যার তথ্য এসেছে। সেখানে বলা হয়েছে, বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ১৫,৫৮৩ জন, মানবিক বিভাগে ৫৬,২০৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১১,৩৭৫ জন। এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি বোর্ড কর্তৃপক্ষ।
এ বছরের ফলাফলে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগে তুলনামূলক ভালো ফল দেখা গেলেও মানবিক বিভাগে পাসের হার অপেক্ষাকৃত কম। এছাড়া মেয়েরা এবারও ছেলেদের তুলনায় সামগ্রিকভাবে ভালো ফলাফল করেছে।