সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানো শুধু মানসিক চাপই বাড়ায় না, বরং ভুয়া খবর বিশ্বাস ও ছড়িয়ে দেওয়ার প্রবণতাও বাড়িয়ে তোলে। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটি (MSU) পরিচালিত এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
গবেষণায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়ায় যারা অতিমাত্রায় সক্রিয়, তারা কোনো সংবাদ সত্য না মিথ্যা—তা যাচাই না করেই ক্লিক, লাইক, কমেন্ট ও শেয়ার করে ফেলেন। এতে ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে।
১৮ থেকে ২৬ বছর বয়সী ১৮৯ জন তরুণ-তরুণীর ওপর চালানো এই গবেষণায় অংশগ্রহণকারীদের ২০টি খবর দেখানো হয়, যার মধ্যে ১০টি ছিল ভুয়া এবং ১০টি ছিল সত্য। ফলাফল বলছে, যারা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দেন, তাদের মধ্যে ভুল তথ্যকে সত্য ধরে নেওয়ার প্রবণতা অনেক বেশি।
গবেষণাটি পরিচালনা করেন MSU-এর ‘কলেজ অব কমিউনিকেশন আর্টস অ্যান্ড সায়েন্সেস’-এর সহযোগী অধ্যাপক ডার মেশি ও মারিয়া ডি. মোলিনা। তাদের মতে, এই গবেষণা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের পাশাপাশি নীতিনির্ধারক, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য দিকনির্দেশক হতে পারে।