বাংলাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর বিষয়ে আন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বুধবার, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনের পর অ্যামনেস্টি এই আহ্বান জানায়। ফাঁস হওয়া একটি অডিও বিশ্লেষণ করে প্রতিবেদনে দাবি করা হয়, ওই সময়ের আন্দোলন দমনে গুলির নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া শাখা এক বিবৃতিতে জানায়, বিবিসির প্রকাশিত অডিও বিশ্লেষণ নতুন তথ্য সামনে এনেছে। এতে আরও বলা হয়, জাতিসংঘের ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রতিবেদনে দাবি করা হয়, ওই সময়কার সহিংসতায় প্রায় ১,৪০০ মানুষ নিহত হন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান।
বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, এসব ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডে, মৃত্যুদণ্ডবিহীন বিচার নিশ্চিত করতে হবে। সহিংসতায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত— এমন ব্যক্তি যেই হোন না কেন, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।
সংস্থাটি জাতিসংঘের সুপারিশের ভিত্তিতে রোম সনদের ১৪ অনুচ্ছেদ অনুযায়ী ঘটনাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে রেফার করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানায়।